কলকাতা: হাসপাতাল থেকে ছাড়া পেতেই অনুব্রত মণ্ডলকে ফের তলব করল সিবিআই (CBI)। শুক্রবারই এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পান বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। চিকিৎসকরা তাঁকে চার সপ্তাহ ‘বেড রেস্ট’-এর কথা বলেছেন। এরইমধ্যে আবারও অনুব্রত মণ্ডলকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাও শনিবারই বিকেল সাড়ে ৫টায় তাঁকে নিজাম প্যালেসে ডাকা হয়েছে। যদিও অনুব্রত এদিন হাজিরা দেবেন কি না তা নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে। শুক্রবার অনুব্রতকে ছুটি দেওয়ার সময় ডাক্তাররা বলেছেন, আপাতত চার সপ্তাহ বিছানা ছেড়ে উঠতে পারবেন না তিনি। সারাদিন ‘বেড রেস্টে’ই থাকতে হবে তাঁকে। নিন্দুকেরা বলছে, চিকিৎসকদের এই ‘প্রেসক্রিপশন’ অনুব্রতর কাছে রক্ষাকবচের মতো। ডাক্তার যখন কাউকে দিনভর শুয়ে থাকার কথা বলছেন, কীভাবেই বা সেই মানুষ তদন্তকারীদের ডাকে সাড়া দেবেন। এখন অপেক্ষা, অনুব্রত কী জবাব পাঠান নিজাম প্যালেসে।
এই নিয়ে ষষ্ঠবার তলব করা হল অনুব্রত মণ্ডলকে। এর আগে গরু পাচারকাণ্ডে যতবার অনুব্রত মণ্ডলকে সিবিআই ডেকেছে, ততবারই কখনও তিনি ভোটের কাজে ব্যস্ত থাকার কথা বলেছেন, কখনও জানিয়েছেন অসুস্থ। এ নিয়ে আদালতে মামলাও হয়। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চে রক্ষাকবচ চেয়ে শূন্য হাতে ফিরতে হয় অনুব্রতকে। এরইমধ্যে গত ৬ এপ্রিল নিজাম প্যালেসে যাওয়ার কথা ছিল তাঁর।
৫ এপ্রিল বীরভূম থেকে কলকাতায় চলেও আসেন অনুব্রত। চিনার পার্কে নিজের ফ্ল্যাটে ওঠেন। কিন্তু ৬ তারিখ গাড়ি হাঁকিয়ে সেখান থেকে বেরোলেও নিজাম প্যালেস ঢোকার আগে হঠাৎই তাঁর গাড়ি এসএসকেএমের দিকে বাঁক নেয়। এরপর উডবার্ন ব্লকে ১৭ দিন কাটে তাঁর। শুক্রবারই বাড়ি ফিরেছেন। এসএসকেএম সূত্রে খবর, অনুব্রতর দু’টো করোনারি আর্টারিতে ব্লকেজ ধরা পড়েছে। একটি আর্টারিতে ৭০ শতাংশ এবং অন্যটিকে ৬০ শতাংশ ব্লক রয়েছে। চার সপ্তাহ পরে দেখবেন চিকিৎসকরা। এই সময়টা ‘কমপ্লিট বেড রেস্ট’-এর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
আরও পড়ুন: West Bengal Weather Update: কালবৈশাখী দুরাশা, বইবে তাপপ্রবাহ…কোথায়, কোথায় জানিয়ে দিল হাওয়া অফিস