TV9 বাংলার নক্ষত্র সম্মানের মঞ্চে ভার্চুয়াল বার্তা মুখ্যমন্ত্রীর, জানালেন শুভকামনা
TV9 Bangla Nakshtra Samman: নক্ষত্র-খচিত এই অনুষ্ঠান আরও আলোকিত করতে আজ সন্ধেয় থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে থাকতে পারেননি তিনি। নক্ষত্র সম্মানের সন্ধেয় সশরীরে থাকতে না পারলেও, টিভি নাইন বাংলার এই উদ্যোগের সাফল্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা: শহরে আজ তারায় ভরা সন্ধে। কলকাতার এক পাঁচতারা হোটেলে বসেছে তারাদের মেলা। টিভি নাইন বাংলার নক্ষত্র সম্মান, ২০২৩-এর অনুষ্ঠানে আজ চাঁদের হাট। সাহিত্য, শিল্প, সিনেমা, ক্রীড়া… সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনরা রয়েছেন। নক্ষত্র-খচিত এই অনুষ্ঠান আরও আলোকিত করতে আজ সন্ধেয় থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে থাকতে পারেননি তিনি। নক্ষত্র সম্মানের সন্ধেয় সশরীরে থাকতে না পারলেও, টিভি নাইন বাংলার এই উদ্যোগের সাফল্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী। টিভি নাইন নেটওয়ার্কের এমডি বরুণ দাসকে ফোনে সেই বার্তা দিয়েছেন তিনি।
টিভি নাইন নেটওয়ার্কের এমডি বরুণ দাসও মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন। নক্ষত্র সম্মান অনুষ্ঠানের ভার্চুয়াল বার্তায় মুখ্যমন্ত্রী জানান, তাঁর পায়ের ইনফেকশন একটু বেশি হয়ে গিয়েছে। সেই কারণেই আজ সন্ধের অনুষ্ঠানে থাকতে পারেননি তিনি। বললেন, “আমি খুবই দুঃখিত আপনাদের আজকের এই অনুষ্ঠানে থাকতে পারলাম না। আজ এখানে যে অতিথিরা উপস্থিত রয়েছেন, প্রত্যেকেই আমার পরিচিত। আমি বড়দের আমার প্রণাম জানাই ও ছোটদের আমার শুভেচ্ছা জানাই। আমি সকলকে আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমার হয়ত আরও কয়েকটা দিন লাগবে সেরে উঠতে। আপনাদের অনুষ্ঠানের মঙ্গল কামনা করি।”
২০২১ সালে নন্দীগ্রামে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর চলতি বছরে উত্তরবঙ্গ সফরকালে প্রাকৃতিক দুর্যোগের ফলে কপ্টারের জরুরি অবতরণের সময় তাঁর পায়ে চোট লাগে। তারপর সম্প্রতি স্পেন সফরকালে তাঁর পায়ে আবারও চোট লাগে। টিভি নাইন নেটওয়ার্কের এমডি বরুণ দাসকে টেলিফোনে সেই কথা জানান মুখ্যমন্ত্রী। বললেন, “যখন বার্সেলোনা স্টেডিয়াম দেখতে গিয়েছিলাম, তখন অসাবধানতাবশত পা পিছলে গিয়েছিল। ওই ব্যথা নিয়েই আমি সমানে সরকারি কাজকর্ম চালিয়ে গিয়েছি। কাউকে বুঝতে দিইনি। ফেরার দিনই আমি ডাক্তার দেখাই। পরে এমআরআই করতে গিয়ে এসব ধরা পড়ল। ইনফেকশনটা বেশি হয়ে গিয়েছে।”