AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Day: ‘২০ জুনের ইতিহাস বদলানো যাবে না’, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা দিলেন শুভেন্দু

West Bengal Day: এ প্রসঙ্গ বিরোধী দলনেতার তোপ কোনও ব্যক্তির ইচ্ছা বা সংখ্যাগরিষ্ঠতায় কিচ্ছু করা যাবে না। আজকের দিনের ইতিহাস বদলেও দেওয়া যাবে না। শুভেন্দু বলেন, "এই যে ইতিহাস, প্রামাণ্য রেকর্ড আইনসভায় রয়েছে এটা কেউ বদলাতে পারবে না।

West Bengal Day: '২০ জুনের ইতিহাস বদলানো যাবে না', পশ্চিমবঙ্গ দিবসে বার্তা দিলেন শুভেন্দু
পশ্চিমবঙ্গ দিবস পালন শুভেন্দুরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 20, 2024 | 2:23 PM
Share

কলকাতা: পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরেও সংঘাত। বিজেপি-র উদ্যোগে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দিয়ে ইতিমধ্যেই শ্রদ্ধা জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজভবনেও পালিত হয় পশ্চিমবঙ্গ দিবস। গত কয়েক বছর ধরে ২০ জুন পালিত হত পশ্চিমবঙ্গ দিবস। তবে এ বছর থেকে পয়লা দিবসকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে ঘোষণা করেছে রাজ্য সরকার।

এ প্রসঙ্গে বিরোধী দলনেতার তোপ কোনও ব্যক্তির ইচ্ছা বা সংখ্যাগরিষ্ঠতায় কিচ্ছু করা যাবে না। আজকের দিনের ইতিহাস বদলেও দেওয়া যাবে না। শুভেন্দু বলেন, “এই যে ইতিহাস, প্রামাণ্য রেকর্ড আইনসভায় রয়েছে এটা কেউ বদলাতে পারবে না। আজ দেশের সমস্ত রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করছেন রাজ্যপালরা। অসমেও হচ্ছে, অন্য রাজ্যেও হচ্ছে। আজকের দিনের ইতিহাস কখনও বদলানো যায় না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে আমরা ভারতে থাকতে পারতাম না। পশ্চিমবঙ্গে আইনসভার ১৯৪৭ এর ২০ জুনের প্রামাণ্য রেকর্ড দলিল সেই কথা বলছে। অতএব কোনও ব্যক্তি সংখ্য়া গরিষ্ঠতার জোরে ইতিহাস বদলানো যাবে না।”

রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, “ক্ষমতার দম্ভে কারা ইতিহাস বদলাতে চায় সেটা সারা দেশ দেখেছে। অতীতের নামকরণ বাদ দেওয়া। এগুলো বিগত ১০ দল বছর ধরে কোন রাজনৈতিক দল করেছে তা সবাই দেখেছে।”