কলকাতা: সম্প্রতি স্বাস্থ্য দফতরকে চিঠি দিয়েছে আটটি বেসরকারি হাসপাতাল সংগঠন। তাদের বক্তব্য, স্বাস্থ্যসাথী প্রকল্পে প্রায় ২০০ কোটি টাকা বকেয়া রয়েছে। এই টাকা না মেটালে তারাও স্বাস্থ্যসাথীর সুবিধা দিতে পারবে না। এবার একই আর্জি নিয়ে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে চিঠি দিল বেসরকারি চিকিৎসক সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম। স্বাস্থ্যসাথী প্রকল্পে অস্ত্রোপচারের পরও সময়ে পারিশ্রমিক পাচ্ছেন না বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। সরকারের কাছে পাওনা বকেয়া থাকায় চিকিৎসকদের টাকা দিতে দেরি করছে বেসরকারি হাসপাতালগুলি। চিঠিতে এমনটাই বক্তব্য চিকিৎসক সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের।
গত সপ্তাহেই পূর্ব ভারতের বেসরকারি হাসপাতালগুলির তরফে যে চিঠি দেওয়া হয়েছিল, সেখানে বকেয়া টাকার কথা যেমন বলা হয়েছিল, পাশাপাশি বলা হয়েছিল স্বাস্থ্যসাথী প্রকল্পে যে দরে চিকিৎসার খরচ বেসরকারি হাসপাতালগুলিকে দেওয়া হচ্ছে, সেই দরে এখন আর চিকিৎসা করা সম্ভব নয়। কারণ, কোভিড পরবর্তী পরিস্থিতিতে সমস্ত চিকিৎসা সামগ্রীরই দাম বেড়েছে। এবার চিকিৎসক সংগঠনগুলিও স্বাস্থ্যসাথী সংক্রান্ত খরচের বিষয়টিকে সামনে রেখেই জানিয়েছে, এই প্রকল্পের আওতায় যে অস্ত্রোপচারগুলি করছে বা পরিষেবা দিচ্ছে তাতে চিকিৎসকদের যে পারিশ্রমিক পাওয়ার কথা তা তাঁরা পাচ্ছেন না। কম টাকায় কাজ করতে হচ্ছে তাঁদের। অনেকেই মনে করছেন বেসরকারি হাসপাতালগুলির সুরই শোনা যাচ্ছে এই চিকিৎসক সংগঠনের চিঠিতে।
চিকিৎসক সংগঠনের নেতা পুণ্যব্রত গুন অবশ্য তা মানতে নারাজ। পুণ্যব্রত গুন বলেন, “হাসপাতালের বিষয়টা হাসপাতাল কর্তৃপক্ষই বলতে পারবে। কারণ আমরা বেসরকারি হাসপাতালের প্রতিনিধি নই। আমরা চিকিৎসকদের প্রতিনিধি। এর মধ্যে সরকারি চিকিৎসকরাও আমাদের সংগঠনে আছেন, বেসরকারি চিকিৎসকরাও আছেন। চিকিৎসকদের যে সমস্যার মুখে পড়তে হচ্ছে, সরকারের কাছ থেকে হাসপাতাল দেরি করে টাকা পাচ্ছে বলে অনেক হাসপাতাল ডাক্তারদের পারিশ্রমিকও আটকে রাখছে। দেরি করে দিচ্ছে। এখানেই ডাক্তারদের সমস্যা হচ্ছে। খরচ চালানো সম্ভব হচ্ছে না।” যদিও অ্যাসোসিয়েশন অব হসপিটালস ইন ইস্টার্ন ইন্ডিয়ার (বেসরকারি হাসপাতাল সংগঠন) চিঠির প্রেক্ষিতে জবাব স্বাস্থ্যভবন ইতিমধ্যেই দ্রুত বকেয়া মেটানোর আশ্বাস দিয়েছে। আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।
আরও পড়ুন: Behala Case: যুবকের সঙ্গে কথা কাটাকাটি চলছিল, হঠাৎই গায়ে আগুন দিয়ে দৌড় তরুণীর… ভয়ঙ্কর কাণ্ড কলকাতায়
আরও পড়ুন: Asansol By-Election: আসানসোলে পা রেখেই বিরোধীদের ‘খামোশ’ থাকার বার্তা শত্রুঘ্নর