West Bengal Election Date 2021: এবার বাংলায় রেকর্ড দফায় ভোট! জেনে নিন পুরো নির্ঘণ্ট
2021 West Bengal Election Date: বাংলায় বুথের সংখ্যা ১,০১,৯১৬। কমিশন জানিয়েছে, ২০২১ সালে পশ্চিমবঙ্গে ৩১ শতাংশ ভোট কেন্দ্র বৃদ্ধি পেয়েছে।
নয়া দিল্লি: ভোটের ঢাকে পড়ল কাঠি। দিল্লি থেকে ঘোষিত হল একুশের লড়াইয়ের নির্ঘণ্ট। বাংলার ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার ৮ দফায় ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন। ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চলবে ভোট। ফল ঘোষণা ২ মে। বাংলার ইতিহাসে এই প্রথম এতগুলো দফায় ভোট হবে, যা সত্যিই নজিরবিহীন। বলছেন বিশ্লেষকরাই।
এক নজরে দেখে নিন ভোটের নির্ঘণ্ট
প্রথম দফা: ২৭শে মার্চ – ৩০টি কেন্দ্র (পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর অংশ ১, পূর্ব মেদিনীপুর অংশ ১)
দ্বিতীয় দফা: ১লা এপ্রিল – ৩০টি কেন্দ্র (বাঁকুড়া ভাগ ২, পশ্চিম মেদিনীপুর অংশ ২, পূর্ব মেদিনীপুর অংশ ২, দক্ষিণ ২৪ পরগনা অংশ ১)
তৃতীয় দফা: ৬ই এপ্রিল – ৩১টি কেন্দ্র (হাওড়া অংশ ১, হুগলি অংশ ১, দক্ষিণ ২৪ পরগনা অংশ ২)
চতুর্থ দফা: ১০ই এপ্রিল – ৪৪টি কেন্দ্র (হাওড়া অংশ ২, হুগলি অংশ ২, দক্ষিণ ২৪ পরগনা অংশ ৩, আলিপুরদুয়ার, কোচবিহার)
পঞ্চম দফা: ১৭ই এপ্রিল – ৪৫টি কেন্দ্র (উত্তর ২৪ পরগনা ভাগ ১, নদিয়া ভাগ ১, পূর্ব বর্ধমান ভাগ ১, দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি)
ষষ্ঠ দফা: ২২শে এপ্রিল – ৪৩টি কেন্দ্র (উত্তর ২৪ পরগনা অংশ ১, নদিয়া অংশ ১, পূর্ব বর্ধমান অংশ ২, উত্তর দিনাজপুর)
সপ্তম দফা: ২৬শে এপ্রিল – ৩৬টি কেন্দ্র (মালদা অংশ ১, মুর্শিদাবাদ অংশ ১, পশ্চিম বর্ধমান, দক্ষিণ কলকাতা, দক্ষিণ দিনাজপুর)
অষ্টম দফা: ২৯শে এপ্রিল – ৩৫টি কেন্দ্র (মালদা অংশ ২, মুর্শিদাবাদ অংশ ২, বীরভূম, উত্তর কলকাতা)
বাংলায় বুথের সংখ্যা ১,০১,৯১৬। উল্লেখ্য, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বুথের সংখ্যা ছিল ৭৭,৪১৩। কমিশন জানিয়েছে, ২০২১ সালে পশ্চিমবঙ্গে ৩১.৬৫ শতাংশ ভোট কেন্দ্র বৃদ্ধি পেয়েছে। প্রত্যেকে কেন্দ্রে বুথ হবে একতলাতেই। পশ্চিমবঙ্গে নির্বাচন পরিচালনায় দুই বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে, মৃণাল দাসকে নিয়োগ করেছে কমিশন।
এবারের ভোট ‘লম্বা’ বলে কটাক্ষ করছেন শাসক শিবিরের একাংশ। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেছেন, “ইতিহাস একটা। পিকিউলিয়ার। কেটে কেটে দেওয়া হয়েছে জেলা। ঝাড়গ্রামের পর দার্জিলিং। ভোট হবে। লড়াই করেই হবে। মালদার ভোটে কিছুটা সময় পাওয়া গেল।”
বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বললেন, “বিকাল সাড়ে চারটেয় নির্বাচন কমিশন দিন ঘোষণা করল। আমরা সাতটা থেকে খেলা শুরু হবে।”