Rural Development: গ্রামের ভাঙা রাস্তাঘাট হবে সংস্কার! লোকসভা ভোটের মুখে ঢালাও টাকা ছাড়ল নবান্ন
Rural Development: গ্রামীণ পরিকাঠামো নির্মাণ খাতে নাবার্ডের টাকা ছাড়া হয়েছে অর্থ দফতর থেকে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবারই অর্থ দফতর থেকে এই খাতে ২৮৬ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। নাবার্ডের এই টাকা মূলত তিনটি দফতরের মধ্যে বণ্টন করা হয়েছে বলে বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর।
কলকাতা: সামনেই লোকসভা ভোট। নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা না হলেও ভোটের দামামা অনেকদিন হল বেজে গিয়েছে বাংলায়। এসবের মধ্যেই এবার গ্রামীণ এলাকায় উন্নয়নের জন্য ঢালাও টাকা ছাড়ল রাজ্য অর্থ দফতর। গ্রামীণ পরিকাঠামো নির্মাণ খাতে নাবার্ডের টাকা ছাড়া হয়েছে অর্থ দফতর থেকে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবারই অর্থ দফতর থেকে এই খাতে ২৮৬ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। নাবার্ডের এই টাকা মূলত তিনটি দফতরের মধ্যে বণ্টন করা হয়েছে বলে বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর।
কোন কোন দফতর পাচ্ছে এই টাকা? পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর, সেচ ও জলপথ পরিবহণ দফতর এবং পূর্ত দফতরের কাজের জন্য টাকা ছাড়া হয়েছে অর্থ দফতর থেকে। সবথেকে বেশি বরাদ্দ হয়েছে পূর্ত দফতরের জন্য। ১৫০ কোটি টাকা। এরপর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের জন্য বরাদ্দ হয়েছে ১০৭ কোটি ৯৩ লাখ টাকা। পাশাপাশি সেচ ও জলপথ পরিবহণ দফতরের কাজের জন্য দেওয়া হয়েছে ২৮ কোটি ৬১ লাখ টাকা।
এই বিপুল রাশির টাকা দিয়ে কী কী কাজ হবে? প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, এই অর্থ দিয়ে মূলত রাস্তা নির্মাণের কাজ করে থাকে পঞ্চায়েত ও পূর্ত দফতর। এর পাশাপাশি সেচ দফতর এই বরাদ্দ অর্থ মূলত খরচ করে বাঁধ সংস্কার কিংবা বাঁধ পুনর্নির্মাণের কাজ।
সামনেই লোকসভা নির্বাচন রয়েছে। সেক্ষেত্রে গ্রামীণ ভোটব্যাঙ্ক অবশ্যই একটি বড় ফ্যাক্টর। তার আগে গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের জন্য এই বিশাল অর্থ বরাদ্দ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।