কলকাতা: রেড রোডে পুজোর কার্নিভালের দিনেই দ্রোহের কার্নিভালের ডাক দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসক ও তাঁদের সংগঠন। রাজ্য সরকারের তত্ত্বাবধানে হতে চলা কার্নিভালের সময়ে এমন কর্মসূচি না করার অনুরোধ মুখ্যসচিব মনোজ পন্থের। সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, পুজোর কার্নিভালে বিদেশি অতিথিরা আসবেন। তাঁদের সামনে এই ধরনের কার্নিভাল হলে অন্য বার্তা যাবে। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডাক্টরসকে চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে অনশন তুলে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
প্রতিবছরই দুর্গাপুজোর পর বড় করে কার্নিভালের আয়োজন করে রাজ্য। এবারও তার অন্যথা হয়নি। প্রতিবছরই কার্নিভাল দেখতে উপস্থিত হন বিভিন্ন বিদ্যজনরা। এবার সেইদিনই দ্রোহের কার্নিভাল কর্মসূচি ডেকেছেন ডাক্তাররা। সেই কার্নিভাল প্রত্য়াহারের অনুরোধ করা হয়েছে রাজ্যের তরফে। তবে চিকিৎসক সুবর্ণ গোস্বামী জানিয়েছেন দ্রোহের কার্নিভাল তাঁরা প্রত্যাহার করছেন না। পুলিশ যদি বাধা দেয় তা জেলায় জেলায় ছড়িয়ে পড়বে।
চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, “রাজ্য সরকারের তরফে মেইল এসেছে দ্রোহের কার্নিভাল প্রত্যাহারের জন্য। কিন্তু দ্রোহের কার্নিভাল হবেই। কারণ একদিকে ফুর্তি চলবে, অন্যদিকে রাজ্যে এমন খুন-ধর্ষণ হবে। যারা আন্দোলন করবেন তাঁদের প্রত্যাহার করতে হবে এ চলতে পারে না।” অপরদিকে, জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেছেন, “পরশুদিন কার্নিভাল আটকাবো না, পুলিশকে সুযোগ দেবো না। ওইদিন রাস্তার ধারে মানব বন্ধন গড়ে তুলবো কলকাতায়। জেলায় প্রতিবাদের জন্য মিছিলমিটিং করুন।”