
কলকাতা: অফিসে এলেন। চেয়ার-টেবিলে বসে রিপোর্ট তৈরি করলেন। আর তা পাঠিয়ে দিলেন। সরকারি আধিকারিকরা আর সেই সুযোগ পাবেন না। এবার থেকে মাঠে-ময়দানে গিয়ে সবকিছু দেখে সরকারি কাজের অগ্রগতির রিপোর্ট দিতে হবে। অফিসে বসে যাতে কেউ রিপোর্ট না তৈরি করতে পারেন, সেই ‘ফাঁকিবাজি’ ঠেকাতে নতুন অ্যাপও আনছে রাজ্য সরকার।
শুক্রবার অর্থ দফতর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তির ভিত্তিতে হেল্প ডেস্কও খোলা হয়েছে নবান্নে। অর্থ দফতরের নতুন এই বিজ্ঞপ্তিতে সরকারি কর্মীদের চাপ বাড়ল বলেই মনে করা হচ্ছে।
এদিন ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলাশাসক থেকে শুরু করে প্রতিটি দফতরের আধিকারিকদের মোবাইল নম্বর দিয়ে অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে। অ্যাপে ‘জিও ট্যাগিং’ থাকবে। ফলে আধিকারিকরা কোন এলাকা পরিদর্শনে গিয়েছেন, তা বোঝা যাবে। শুধু তাই নয়। অ্যাপে রিপোর্ট জমা করতে ছয় সংখ্যার ওটিপি দিতে হবে।
নবান্নের একাংশ আধিকারিকের বক্তব্য, বিভিন্ন সময় সরকারি কাজে অগ্রগতির রিপোর্ট অফিসে বসেই করা হয়। যার ফলে কাজের কতটা অগ্রগতি হয়েছে, তা স্পষ্ট বোঝা যায় না। অনেক ক্ষেত্রে কাজ শেষ করতে দেরি হয়। সেক্ষেত্রে আধিকারিকরা এলাকা পরিদর্শনে গেলে কাজের অগ্রগতি তাঁরা বুঝতে পারবেন। সেইমতো পদক্ষেপও করতে পারবেন। কাজ ত্বরান্বিত হবে।
অন্যদিকে, নবান্নে যে হেল্প ডেস্ক খোলা হয়েছে, তারা জেলার ব্লক ও মহকুমা স্তর থেকে যে তথ্য রাজ্য সরকারের কাছে আসবে তা তদারিক করবে।