Recruitment Scam: পুরসভার দুর্নীতির অভিযোগে CBI কেন? প্রশ্ন তুলে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য
Calcutta High Court: পুরসভায় নিয়োগ দুর্নীতির (Municipality Recruitment) এই অভিযোগ খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা রায়ের একক বেঞ্চ। সেই নির্দেশ করে চ্যালেঞ্জ করে এবার উচ্চতর বেঞ্চের দ্বারস্থ রাজ্য।

কলকাতা: নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্ত যত এগিয়েছে তত চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে। প্রথমে শিক্ষাক্ষেত্রে নিয়োগে দুর্নীতির অভিযোগের তদন্ত করছিলেন গোয়েন্দারা। সেই সূত্র ধরে গ্রেফতার করা হয় অয়ন শীলকে। আর এই অয়ন শীলের বাড়ি থেকেই পুরসভায় নিয়োগ সংক্রান্ত গাদা গাদা ওএমআর শিট পাওয়া যায়। তারপর থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সন্দেহ, এই নিয়োগ দুর্নীতির জাল শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, পুরসভার নিয়োগের ক্ষেত্রেও ছড়িয়ে থাকতে পারে। পুরসভায় নিয়োগ দুর্নীতির (Municipality Recruitment) এই অভিযোগ খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা রায়ের একক বেঞ্চ। সেই নির্দেশ করে চ্যালেঞ্জ করে এবার উচ্চতর বেঞ্চের দ্বারস্থ রাজ্য।
পুরসভার দুর্নীতির অভিযোগ নিয়ে কেন সিবিআই তদন্ত? সেই প্রশ্ন তুলে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। মামলা করার আবেদন করা হয় রাজ্যের তরফে। সেই আবেদন মঞ্জুর করলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ। চলতি সপ্তাহেই সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, পুরসভার নিয়োগ সংক্রান্ত বিষয়ে কিছুদিন আগেই মুখ খুলেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কোথাও যে একটি সমস্যা রয়েছে, তা মন্ত্রীর বক্তব্য থেকেই স্পষ্ট। কেন নিয়ম না মেনে বাইরের সংস্থাকে দিয়ে পুরসভার গ্রুপ ডি নিয়োগ করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ ফিরহাদই। তাঁর দফতর থেকে ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। আর এরই মধ্যে পুরসভার নিয়োগ সংক্রান্ত বিষয়ে দুর্নীতির অভিযোগে কেন সিবিআই দেওয়া হল, সেই নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য।
শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগের মামলায় ইতিমধ্যেই বেশ অস্বস্তিতে রয়েছে রাজ্য সরকার। গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে শাসক দলের একাধিক নেতা-বিধায়ক। এরই মধ্যে পুরসভার দুর্নীতির অভিযোগ নতুন করে অস্বস্তি বাড়িয়েছে শাসক শিবিরে।
