C V Ananda Bose: ১০০ জন ক্যানসার আক্রান্ত মহিলাকে সাহায্য করবেন রাজ্যপাল বোস

Deeksha Bhuiyan | Edited By: Soumya Saha

May 13, 2024 | 9:09 PM

CV Ananda Bose: রাজ্যপাল সিভি আনন্দ বোসের এই সিদ্ধান্তের কথা রাজভবনের এক্স হ্যান্ডলে জানানো হয়েছে। রাজ্যপাল বোসের 'মিশন কমপ্যাশন' উদ্যোগের একটি অংশ হিসেবে ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়ানোর এই উদ্য়োগ বলে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে।

C V Ananda Bose: ১০০ জন ক্যানসার আক্রান্ত মহিলাকে সাহায্য করবেন রাজ্যপাল বোস
রাজ্যপাল সি ভি আনন্দ বোস
Image Credit source: twitter

Follow Us

কলকাতা: বিতর্কের আবহেই এবার নয়া পদক্ষেপ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। ক্যানসার আক্রান্ত মহিলাদের পাশে দাঁড়াচ্ছেন বাংলার সাংবিধানিক প্রধান। সমাজের প্রান্তিক ও দরিদ্র শ্রেণির ১০০ জন ক্যানসার আক্রান্ত মহিলাকে আর্থিকভাবে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রাজ্যপাল সিভি আনন্দ বোসের এই সিদ্ধান্তের কথা রাজভবনের এক্স হ্যান্ডলে জানানো হয়েছে। রাজ্যপাল বোসের ‘মিশন কমপ্যাশন’ উদ্যোগের একটি অংশ হিসেবে ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়ানোর এই উদ্য়োগ বলে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে।

রাজভবনের তরফে ওই টুইটে দু’টি ইমেল অ্যাড্রেসও শেয়ার করা হয়েছে। সেই ইমেল আইডি-গুলিতে আবেদন জানাতে পারবেন ক্যানসার আক্রান্ত মহিলারা। রাজভবনের তরফে আরও জানানো হয়েছে, প্রথম ১০০ জন মহিলা ক্যানসার আক্রান্ত আবেদনকারীকে প্রাথমিক পর্যায়ে আর্থিকভাবে সাহায্য করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীর অভিযোগ ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। সেই নিয়ে শাসক দল তৃণমূলের তরফে বিভিন্ন ধরনের মন্তব্য আসতে শুরু করেছে। পুলিশও একটি অনুসন্ধান টিম গঠন করেছে মহিলার অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধানের জন্য। রাজ্যপাল সিভি আনন্দ বোস অবশ্য বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন অভিযোগ ভিত্তিহীন।

এসবের মধ্যেই আবার সম্প্রতি রাজ্যপাল ঘোষণা করেছিলেন, সাধারণ মানুষের জন্য তিনি সিসিটিভি ফুটে দেখাবেন। আবেদনকারী প্রথম ১০০ জনকে রাজভবনের সিসিটিভি ফুটেজ দেখানো হবে বলে ঘোষণা করেছিলেন তিনি। সেই মতো ১ ঘণ্টা ৩৫ মিনিটের ভিডিয়ো ফুটেজ দেখানো হয় রাজভবনে।

Next Article