CV Ananda Bose: বাংলার পরিস্থিতি কি ৩৫৬ ধারার মতো? TV9 বাংলায় অকপট রাজ্যপাল বোস

C V Ananda Bose Exclusive: কী মনে করছেন রাজ্যপাল? বাংলার বর্তমান পরিস্থিতি কি ৩৫৬ ধারা জারি করার মতো? প্রশ্ন করায় রাজ্যপাল এই নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি। তবে রাজ্যের পরিস্থিতি যে খুব একটা সুখকর নয়, সে কথা অবশ্যই মানছেন বোস। বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কী বললেন রাজ্যপাল?

CV Ananda Bose: বাংলার পরিস্থিতি কি ৩৫৬ ধারার মতো? TV9 বাংলায় অকপট রাজ্যপাল বোস
সি ভি আনন্দ বোসImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 10, 2024 | 10:19 PM

কলকাতা: রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রায়শই বিরোধীরা আক্রমণ করে শাসক শিবিরকে। সাম্প্রতিক অতীতে বিভিন্ন সময়ে রাজ্যে ৩৫৬ ধারা জারির দাবিও তুলেছে বিরোধীরা। সত্যিই কি এখন রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ৩৫৬ ধারার মতো? টিভি নাইন বাংলার ঠোঁটকাটা অনুষ্ঠানে সম্প্রচারিত এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বাংলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ খুললেন রাজ্যপাল বোস।

কী মনে করছেন রাজ্যপাল? বাংলার বর্তমান পরিস্থিতি কি ৩৫৬ ধারা জারি করার মতো? প্রশ্ন করায় রাজ্যপাল এই নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি। তবে রাজ্যের পরিস্থিতি যে খুব একটা সুখকর নয়, সে কথা অবশ্যই মানছেন বোস। ৩৫৬ ধারার মতো পরিস্থিতি কি না প্রশ্ন করায় বোস বললেন, “আমি কোনও কিছু ওয়াইল্ড গেস করব না। তবে পরিস্থিতি সুখকর নয়। যে কোনও সরকারের প্রাথমিক দায়িত্ব নাগরিকদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা সুনিশ্চিত করা। এখানে যে তা হচ্ছে না, সাম্প্রতিক ঘটনা-সহ বড় ঘটনায় তা প্রমাণিত হয়েছে।”

তবে রাজ্যপাল বোস এও মনে করছেন, শুধুমাত্র বদনাম করে কেউ বাংলাকে দমিয়ে রাখতে পারবে না। তাঁর মতে, “আমি মনে করি বাংলা পুণ্যভূমি। বাংলার নিজস্ব অন্তর্নিহিত শক্তি আছে। বাংলাকে বদনাম করা সহজ নয়।” রাজ্যের সাংবিধানিক প্রধানের কথায়, “বাংলা সাফল্যের দিকে এগোচ্ছে। সেই পথে বাধা তৈরি করছে কিছু শক্তি। মানুষ সেই শক্তিকে চিহ্নিত করে উচিত শিক্ষা দেবে।”

বাংলার দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যপাল বোস রাজ্যের বিভিন্ন প্রান্ত ছুটে বেরিয়েছেন। বিশেষ করে পঞ্চায়েত নির্বাচন ঘিরে অশান্তির আবহে, যেখানেই হিংসার অভিযোগ পেয়েছেন, সেখানেই ছুটে গিয়েছেন তিনি। নিজে সশরীরে পৌঁছে গিয়ে গ্রাম-বাংলার বাস্তব চিত্র বোঝার চেষ্টা করেছেন। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বোসের এই বার্তা স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।