C V Ananda Bose: রক্তস্নান, মরণ নাচন চলছে… নরক শূন্য করে সব শয়তান এখানে এসে গিয়েছে: রাজ্যপাল বোস

Deeksha Bhuiyan | Edited By: Soumya Saha

Jul 01, 2024 | 11:06 PM

CV Ananda Bose: ভিডিয়ো বার্তায় রাজ্যপাল বলেছেন, "বাংলার রাস্তায় রক্তস্নান চলছে। বাংলার গ্রাম-গঞ্জে রাস্তায় মরণ নাচন চলছে। এখানে কি আদৌ কোনও পুলিশমন্ত্রী আছেন? এই অশান্তি থামানো কি তাঁর দায়িত্ব নয়? নরক শূন্য হয়ে গিয়েছে, সব শয়তানরা এখানে এসে গিয়েছে।"

C V Ananda Bose: রক্তস্নান, মরণ নাচন চলছে... নরক শূন্য করে সব শয়তান এখানে এসে গিয়েছে: রাজ্যপাল বোস
সিভি আনন্দ বোস, রাজ্যপাল
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিল্লি থেকে এক ভিডিয়ো বার্তায় রাজ্যের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। ভিডিয়ো বার্তায় রাজ্যপাল বলেছেন, “বাংলার রাস্তায় রক্তস্নান চলছে। বাংলার গ্রাম-গঞ্জে রাস্তায় মরণ নাচন চলছে। এখানে কি আদৌ কোনও পুলিশমন্ত্রী আছেন? এই অশান্তি থামানো কি তাঁর দায়িত্ব নয়? নরক শূন্য হয়ে গিয়েছে, সব শয়তানরা এখানে এসে গিয়েছে। জঙ্গলও এর থেকে ভাল। জঙ্গলে কোনও প্রাণী শুধুমাত্র রোমাঞ্চিত হওয়ার জন্য কাউকে মারে না। শুধুমাত্র এখানেই রোমাঞ্চের জন্য মারা হচ্ছে মানুষকে। এটা চলতে পারে না। সরকারকে এর জবাবদিহি করতে হবে।”

রাজ্যপাল সিভি আনন্দ বোসের এই মন্তব্যের পর কড়া ভাষায় পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেনও। পুলিশমন্ত্রীর ভূমিকা নিয়ে রাজ্যপাল প্রশ্ন তুলতেই শান্তনু সেন পাল্টা আক্রমণ শানিয়ে বলেন, “বিজেপির তল্পিবাহকতা করার জন্য, বাংলা বিদ্বেষী মনোভাব নিয়ে, বাংলার মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীকে কোন অধিকারে এ ধরনের অপমান করেছেন? এর জবাব আপনাকে দিতে হবে বাংলার মানুষের কাছে।”

উল্লেখ্য, সম্প্রতি কোচবিহারের মাথাভাঙা, উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনাক্রমে শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। সেই ঘটনার আঁচ গিয়ে পড়েছে দিল্লির রাজনীতিতেও। রাজ্যপাল বোস বর্তমানে দিল্লিতেই রয়েছেন। আগামিকাল দিল্লি থেকে সোজা বাগডোগরা বিমানবন্দর হয়ে কোচবিহার ও চোপড়ায় যাওয়ার কথা রয়েছে রাজ্যরপাল বোসের। উত্তরবঙ্গ থেকে ঘুরে আগামিকালই আবার দিল্লিতে উড়ে যাবেন তিনি।

Next Article