কলকাতা: সন্দেশখালির ঘটনায় রাজ্য সরকারকে ফের কড়া বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ সোমবারই জানিয়ে দিয়েছে, শাহজাহান শেখের গ্রেফতারিতে কোনও বাধা নেই। এমন অবস্থায় এবার রাজ্যপাল বোসের কড়া বার্তা, যত তাড়াতাড়ি সম্ভব শেখ শাহজাহানকে গ্রেফতার করুক রাজ্য। আর তা না পারলে, কেন গ্রেফতার করা গেল না সেই বিষয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে হবে রাজ্যকে। সোমবার এই বার্তা দিয়ে রেখেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
উল্লেখ্য, এদিন হাইকোর্টের থেকে শেখ শাহজাহানের গ্রেফতারির প্রসঙ্গে গ্রিন সিগন্যাল দেওয়ার পরই রাজ্যপাল বোস সরব হয়েছিলেন। বলেছিলেন, ‘কালপ্রিটকে অবশ্যই গ্রেফতার করতে হবে। গ্রেফতার না করার জন্য কোনও অজুহাত আর থাকতে পারে না। তিনি (শাহজাহান) গ্রেফতার হবেন, তাঁকে অবশ্যই গ্রেফতার করতে হবে।’ আর এবার রাজভবন থেকে রাজ্যের উদ্দেশে কড়া বার্তা দিয়ে দেওয়া হল শেখ শাহজাহানের গ্রেফতারির প্রসঙ্গে।
এর পাশাপাশি সন্দেশখালিতে একটি বাচ্চাকে ছুড়ে ফেলার অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই অভিযোগটিও তদন্ত করে সত্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সঙ্গে এও নির্দেশ দিয়ে রেখেছেন যে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং রিপোর্ট জমা দিতে হবে।
এখানে উল্লেখ করে রাখা প্রয়োজন, আজ হাইকোর্টের নির্দেশের পরপরই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ভবিষ্যদ্বাণী করে দিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে গ্রেফতার হবেন শেখ শাহজাহান। একই বক্তব্য শোনা গিয়েছে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের অন্যতম প্রথম সারির নেতা ব্রাত্য বসুর মুখেও। এখন দেখার প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে বেপাত্তা শাহজাহানকে কবে খুঁজে বের করে পুলিশ।