Jagdeep Dhankhar: হাঁসখালির নৃশংসতায় উদ্বিগ্ন রাজ্যপাল, মুখ্যসচিব ও ডিজিকে তলব রাজভবনে

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Apr 12, 2022 | 6:55 PM

Jagdeep Dhankhar: বুধবার (১৩ এপ্রিল) বিকেল ৪ টের সময় এই নিয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে (Chief Secretary H K Dwivedi) ডেকে পাঠিয়েছেন তিনি। সেই সঙ্গে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকেও (West Bengal DGP Manoj Malviya) ডাকা হয়েছে রাজভবনে।

Jagdeep Dhankhar: হাঁসখালির নৃশংসতায় উদ্বিগ্ন রাজ্যপাল, মুখ্যসচিব ও ডিজিকে তলব রাজভবনে
রাজ্যপাল জগদীপ ধনখড়

Follow Us

কলকাতা : ফের টুইট রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar)। হাঁসখালিতে ১৪ বছর বয়সি নাবালিকার ধর্ষণ ও মৃত্যু নিয়ে ভীষণই উদ্বিগ্ন রাজ্যপাল। বুধবার (১৩ এপ্রিল) বিকেল ৪ টের সময় এই নিয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে (Chief Secretary H K Dwivedi) ডেকে পাঠিয়েছেন তিনি। সেই সঙ্গে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকেও (West Bengal DGP Manoj Malviya) ডাকা হয়েছে রাজভবনে। হাঁসখালির ঘটনা প্রসঙ্গে কী কী অগ্রগতি হয়েছে, তা জানতে চেয়ে ডিজি ও মুখ্যসচিবকে ডেকেছেন তিনি। এর পাশাপাশি হাওড়ায় রামনবমীর মিছিলের উপর হামলার ঘটনার বিষয়েও ডিজি ও মুখ্যসচিবের থেকে জানতে চেয়েছেন রাজ্যপাল। মঙ্গলবার বিকেলে এই নিয়ে একটি টুইটও করেছেন তিনি।

এই টুইটের কয়েকঘণ্টা মঙ্গলবার দুপুরে আরও একটি টুইট করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেই টুইটেও হাঁসখালির ঘটনার তীব্র নিন্দা করেছিলেন রাজ্য়পাল। এর পাশাপাশি হাঁসখালির ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সোমবারের মন্তব্যেরও সমালোচনা করেছিলেন তিনি। বলেছিলেন, “যাঁরা সাংবিধানিক পদে বসে রয়েছেন, তাঁরা যদি এমন মন্তব্য করেন, তাহলে হাঁসখালির ঘটনার তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হতে পারে।” রাজ্যপাল আরও বলেছিলেন, “সাংবিধানিক পদাধিকারীদের এই ধরনের মন্তব্যের ফলে তদন্ত প্রক্রিয়া সেই পথেই এগোয়। ফলে নিরপেক্ষ তদন্ত আর সম্ভব হয় না।”

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার হাঁসখালির ঘটনা আদৌ ধর্ষণ কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। উল্টে, অভিযুক্তের সঙ্গে নির্যাতিতার প্রেমের সম্পর্ক থাকতে পারে বলে মন্তব্য করেছিলেন তিনি। এর পাশাপাশি তাঁর আরও সংযোজন, নির্যাতিতা গর্ভবতীও থাকতে পারেন। বলেছিলেন, হাঁসখালির গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রীর প্রথম প্রতিক্রিয়া, “পুলিশ এখনও বিষয়টাই জানতে পারেনি। এই যে বারবার দেখাচ্ছে, একটা বাচ্চা মেয়ে নাকি মারা গিয়েছে রেপড হয়ে। আপনি রেপড বলবেন? নাকি প্রেগন্যান্ট বলবেন? না লাভ অ্যাফেয়ার্স বলবেন?”

আরও পড়ুন : Firhad Hakim: ‘তিন মেয়ের বাবা, এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দিই না’, রাজ্যে একের পর এক ধর্ষণে মন্তব্য ফিরহাদের

Next Article