Jagdeep Dhankhar : মাথা ঘোরা ও স্নায়ুর সমস্যা নিয়ে বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরোলজিতে রাজ্যপাল
Jagdeep Dhankhar: প্রাথমিকভাবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর মাথা ঘোরানো এবং অন্য আরও কিছু সমস্যা রয়েছে। স্নায়ুর সমস্যাও রয়েছে বলে জানা গিয়েছে। বাঙ্গুর ইনস্টিটউট অব নিউরোলজিতে তাঁর মস্তিস্কের এমআরআই অথবা সিটি স্ক্যান করা হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে।
![Jagdeep Dhankhar : মাথা ঘোরা ও স্নায়ুর সমস্যা নিয়ে বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরোলজিতে রাজ্যপাল Jagdeep Dhankhar : মাথা ঘোরা ও স্নায়ুর সমস্যা নিয়ে বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরোলজিতে রাজ্যপাল](https://images.tv9bangla.com/wp-content/uploads/2022/03/Jagdeep-Dhankhar-WB-Governor.jpg?w=1280)
কলকাতা : ফের অসুস্থ রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। তাঁকে বর্তমানে বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরোলজিতে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার বিকেলে তাঁকে বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরোলজির নিউরো মেডিসিন বিভাগে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর মাথা ঘোরানো এবং অন্য আরও কিছু সমস্যা রয়েছে। স্নায়ুর সমস্যাও রয়েছে বলে জানা গিয়েছে। বাঙ্গুর ইনস্টিটউট অব নিউরোলজিতে তাঁর মস্তিস্কের এমআরআই অথবা সিটি স্ক্যান করা হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে। রাজ্যপালের স্ত্রীও তাঁর সঙ্গে রয়েছেন।
উল্লেখ্য, কিছুদিন আগেও রাজ্যপাল অসুস্থ হয়ে পড়েছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের আমন্ত্রণে ঠাকুরনগরের মতয়া মহাসংঘের মেলায় যোগ দিতে যাচ্ছিলেন তিনি। সেদিন মাঝরাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে রাজভবনে ফিরতে হয়েছিল তাঁকে। তবে সেই বার হাসপাতাল পর্যন্ত যেতে হয়নি রাজ্যপালকে। রাজভবনেই গিয়েছিলেন চিকিৎসকরা। যদিও এসএসকেএম হাসপাতালে তাঁর জন্য বেড তৈরি রাখা হয়েছিল বলে সূত্র মারফত জানা গিয়েছিল। তবে সে দিন দুই চিকিৎসক রাজভবন থেকে বেরিয়ে জানিয়েছিলেন, রাজ্যপাল জগদীপ ধনখড়কে সেই মুহূর্তে হাসপাতালে ভর্তি করার কোনও প্রয়োজন নেই। জানা গিয়েছিল, বদহজম সংক্রান্ত সমস্যা থেকেই ওই দিন রাজ্যপালের শারীরিক অসুস্থতা হয়েছিল। সেই সময় রাজ্যপালের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
এরপর শুক্রবার ফের রাজ্যপাল মাথা ঘোরা এবং স্নায়ুর সমস্যা অনুভব করতে থাকেন। তাই এবার আর দেরি করা হয়নি। সঙ্গে সঙ্গে রাজভবন থেকে যোগাযোগ করা হয় বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরোলজিতে। সেই মতো তাঁকে নিয়ে যাওয়া হয় সেখানে। এরপর সেখানে তাঁর শারীরিক পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে প্রাথমিকভাবে সূত্র মারফত জানা গিয়েছে, রাজ্যপালের মস্তিস্কের এমআরআই অথবা সিটি স্ক্যান করা হতে পারে।
আরও পড়ুন : Suvendu Adhikari: স্বাধীকার ভঙ্গের নোটিসের শুনানি আপাতত বন্ধ, সাসপেনশনে শাপে বর শুভেন্দুর
![প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে... প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Depression-can-cure-by-only-walking-says-research.jpg?w=670&ar=16:9)
![জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের? জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-to-do-if-girlfriend-married-someone-else-Premanand-Maharaj-gives-guidance.jpg?w=670&ar=16:9)
![মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Hug-day-know-What-is-the-benefits-of-Hugging.jpg?w=670&ar=16:9)
![দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা? দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-5-Indian-cricketers-who-scored-most-runs-in-ICC-Champions-Trophy.jpg?w=670&ar=16:9)
![ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/BSNL.jpg?w=670&ar=16:9)
![জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন... জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Premananda-Maharaj-ji-told-how-to-choose-a-good-and-desired-life-partner-for-marriage.jpg?w=670&ar=16:9)