Transfer Policy for Doctors: চিকিৎসক বদলিতে নতুন নীতি! সন্তান বিশেষভাবে সক্ষম হলে পছন্দের কর্মস্থল বাছার সুযোগ

Swastha Bhawan: মৃত চিকিৎসক অবন্তিকা ভট্টাচার্যের সন্তান বিশেষভাবে সক্ষম। এ ধরনের বাবা-মা কিংবা সিঙ্গল প্যারেন্ট যাঁরা, তাঁদের কথাও ভাবা হয়েছে বদলি নীতিতে। সন্তান বিশেষভাবে সক্ষম কিংবা সিঙ্গল প্যারেন্টদের শর্তসাপেক্ষে কর্মস্থল বাছার সুযোগ দেওয়া হয়েছে।

Transfer Policy for Doctors: চিকিৎসক বদলিতে নতুন নীতি! সন্তান বিশেষভাবে সক্ষম হলে পছন্দের কর্মস্থল বাছার সুযোগ
(প্রতীকী ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 14, 2022 | 7:37 PM

কলকাতা : অবশেষে স্বাস্থ্য শিক্ষায় নতুন বদলি নীতি (Doctors Transfer Policy) কার্যকর করল রাজ্য স্বাস্থ্য দফতর (West Bengal Health Department)। চারটি জ়োনে ভাগ করা হল মেডিকেল কলেজগুলিকে। গত বছর চিকিৎসক অবন্তিকা ভট্টাচার্যের মৃত্যু স্বাস্থ্য দফতরের বদলি নীতিকে কাঠগড়ায় তুলেছিল। মেডিক্যাল কলেজগুলিতে বদলি অসন্তোষ নিয়ে TV9 বাংলা লাগাতার খবর প্রকাশ করেছিল। শেষে বদলি নীতি সংক্রান্ত কমিটি গঠন করেছিল স্বাস্থ্য ভবন। সেই কমিটির সুপারিশ মেনেই নতুন বদলি নীতি তৈরি হল। নতুন বদলি নীতিতে চিকিৎসকদের অসন্তোষ দূর করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছিলেন বদলি নীতি কমিটির অন্যতম সদস্য গোপালকৃষ্ণ ঢালি। নতুন নীতিতে রাজ্যের সবক’টি মেডিক্যাল কলেজকে চারটি জ়োনে ভাগ করা হয়েছে।

এক নজরে দেখে নেওয়া যাক, কোন জ়োনে কোন জেলা রয়েছে। জোন ১ এর মধ্যে থাকছে কলকাতা মেট্রোপলিটন এলাকা। জোন ২ এর মধ্যে থাকছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমান। জ়োন ৩ এর মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়া জেলা এবং জোন ৪ এর মধ্যে রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। পাশাপাশি নতুন বদলি নীতিতে এও উল্লেখ করা হয়েছে প্রত্যেককে কলকাতার বাইরে চাকরি করতে হবে। ডিটেলমেন্টের মেয়াদ সর্বোচ্চ তিন মাস করা হয়েছে।

নতুন বদলি নীতি অনুযায়ী, প্রত্যেক সরকারি চিকিৎসককে কর্মজীবনের অন্তত ৫০ শতাংশ জোন ১ এবং জোন ২-এর বাইরে কাজ করতে হবে। জোন ১ এবং জোন ২-এর শিক্ষক চিকিৎসদের‌ও অন্য জ়োনে যেতে হবে। তবে এক জ়োনে ৬ বছরের বেশি সময় থাকবেন না তাঁরা। মৃত চিকিৎসক অবন্তিকা ভট্টাচার্যের সন্তান বিশেষভাবে সক্ষম। এ ধরনের বাবা-মা কিংবা সিঙ্গল প্যারেন্ট যাঁরা, তাঁদের কথাও ভাবা হয়েছে বদলি নীতিতে। সন্তান বিশেষভাবে সক্ষম কিংবা সিঙ্গল প্যারেন্টদের শর্তসাপেক্ষে কর্মস্থল বাছার সুযোগ দেওয়া হয়েছে। এর পাশাপাশি স্বামী-স্ত্রী শর্তসাপেক্ষে এক‌ই জ়োনে বদলি নিতে পারেন, সেই কথাও উল্লেখ করা হয়েছে নতুন বদলি নীতিতে। প্রথম পোস্টিংয়ে জ়োন ৩ এবং জ়োন ৪ -এর ক্ষেত্রে শর্তসাপেক্ষে পছন্দমতো কলেজ বাছার সুযোগও দেওয়ার কথা বলা হয়েছে।

আরও পড়ুন : CPIM State Conference: ‘অক্সিজেনের খোঁজে’ তিন দিনের রাজ্য সম্মেলন ধুঁকতে থাকা সিপিআইএমের, মিলবে কি জিয়নকাঠি?

আরও পড়ুন : Dengue: ডেঙ্গিতে বিপজ্জনক তালিকায় রাজ্যে ৪৩ পুরসভা! জেনে নিন কোন জেলায় ভয় সবথেকে বেশি?