AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

HS Exam 2023 : ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু ১৪ মার্চ

HS Exam 2023 : করোনার জেরে গত দু'বছর ক্লাস পুরোপুরি হয়নি। তাই, পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হয়নি। আগামী বছর পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়ে দিলেন সংসদ সভাপতি।

HS Exam 2023 : ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু ১৪ মার্চ
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Jun 10, 2022 | 3:33 PM
Share

কলকাতা : আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এবছরের পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। সাংবাদিক বৈঠকে তিনি জানান, আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ (West Bengal HS Exam)। শেষ হবে ২৭ মার্চ।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। শেষ হবে দুপুর ১টা ১৫ মিনিটে। প্রশ্ন পত্র পড়া ও উত্তর লেখার জন্য সবমিলিয়ে ৩ ঘণ্টা ১৫ মিনিট সময় পাবেন পড়ুয়ারা। তবে স্বাস্থ্য ও শারীরশিক্ষা, ভিজুয়াল আর্টস, মিউজিক এবং ভোকেশনাল বিষয়ের পরীক্ষা হবে ২ ঘণ্টার। ২০২৩ সালের উচ্চ মাধ্যমিকের জন্য প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে এ বছরের ৫ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে।

HS Exam

আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি

করোনার জেরে গত দু’বছর ক্লাস পুরোপুরি হয়নি। তাই, এ বছর পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হয়নি। আগামী বছর পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়ে দিলেন সংসদ সভাপতি।

এ বছর নিজের স্কুলে উচ্চ মাধ্যমিক দিয়েছেন পরীক্ষার্থীরা। সামনের বছর থেকে হোম ভেন্যুতে পরীক্ষা আর হবে না। আগে যেমন অন্য সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হত, সেই পদ্ধতি মানা হবে সামনের বছরের পরীক্ষায়।

এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন ৭ লক্ষ ২০ হাজার ৮৬২ জন পড়ুয়া। পাশের হার ৮৮.৪৪ শতাংশ। প্রথম দশে রয়েছেন ২৭২ জন। তার মধ্যে ছাত্র ১৪৪ জন। আর ছাত্রী ১২৮ জন। প্রথম হয়েছেন কোচবিহারের দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুলের ছাত্রী অদিশা দেবশর্মা। তিনি পেয়েছেন ৪৯৮। দ্বিতীয় হয়েছেন পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র সায়নদীপ সামন্ত।