Hooghly Setu: স্বাস্থ্য পরীক্ষা এখনই নয়, বন্ধ থাকছে না দ্বিতীয় হুগলি সেতু
Vidyasagar Setu: কথা ছিল শনিবার রাত ১১টা ৫০ মিনিট থেকে রবিবার সকাল ৬টা অবধি এবং রবিবার রাত ১১টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত হুগলি সেতুতে গাড়ি চলাচল নিয়ন্ত্রিত হবে।
কলকাতা: স্বাস্থ্য পরীক্ষার জন্য দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু) (Hooghly Setu) বন্ধ রাখার কথা ছিল। তবে সেই স্বাস্থ্য পরীক্ষা আপাতত স্থগিত রাখা হল। ২৯ এপ্রিল এবং ৩০ এপ্রিল সেতু বন্ধ থাকার কথা ছিল। কিন্তু স্বাস্থ্য পরীক্ষা না হওয়ায় সেতু খোলা থাকবে বলে জানানো হয়েছে। প্রতিদিন দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে যে সংখ্যক গাড়ি যাতায়াত করে, তাতে একটা সময় অন্তর দ্বিতীয় হুগলি সেতুর স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন। দীর্ঘদিন তা হয়নি। সেতু ভার বহনের ক্ষমতা পরীক্ষা হওয়ার কথা ছিল এই শনিবার ও রবিবার। সে কারণে রাতে বিদ্যাসাগর সেতু বন্ধ থাকার কথা ছিল। কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানানোও হয়েছিল।
কথা ছিল শনিবার রাত ১১টা ৫০ মিনিট থেকে রবিবার সকাল ৬টা অবধি এবং রবিবার রাত ১১টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত হুগলি সেতুতে গাড়ি চলাচল নিয়ন্ত্রিত হবে। বন্ধ থাকবে সেতু। তারজন্য বিভিন্ন রাস্তায় গাড়ির পথ বদলের কথাও ছিল। নিঃসন্দেহে এই সেতু বন্ধ থাকা মানে হাওড়া-কলকাতার যোগাযোগ হোঁচট খাওয়া। যদিও যে সময় কাজ হওয়ার কথা ছিল, সে সময় মূলত পণ্যবাহী যান চলাচল করে।
তবে সাধারণের গাড়িও যে একেবারেই যাতায়াত করে না তেমনটাও নয়। ফলে সমস্যা হতোই। তবে আপাতত সে কাজ হচ্ছে না বলে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বলা হয়েছে, যন্ত্রের কিছু সমস্যার কারণে ২৯ এপ্রিল ও ৩০ এপ্রিল সেতুর কাজ হবে না। পরে যেদিন সেই কাজ হবে, জানিয়ে দেওয়া হবে।