HC: কলকাতা হাইকোর্টের নতুন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম
Calcutta High Court: প্রায় মাস দেড়েক আগেই সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি টিএস শিবজ্ঞানমকে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগের সুপারিশ করে।
কলকাতা: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন টিএস শিবজ্ঞানম। দেশের শীর্ষ আদালতের কলেজিয়ম তাঁকে স্থায়ী প্রধান বিচারপতি পদের জন্য সুপারিশ করে। বর্তমান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের মেয়াদ শেষ হচ্ছে ৩০ মার্চ। ৩১ মার্চ থেকেই এই পদে বসবেন টিএস শিবজ্ঞানম। মাস দেড়েক আগে সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি টিএস শিবজ্ঞানমকে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগের সুপারিশ করে। বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি-সহ তিন বিচারপতির কলেজিয়াম বিচারপতি শিবজ্ঞানমের নাম সুপারিশ করেছিলেন। এবার কেন্দ্রীয় আইনমন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে। বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের অবসর গ্রহণের পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেবেন তিনি।
West Bengal | Justice TS Sivagnanam, appointed as Acting Chief Justice of Calcutta High Court with effect from March 31.
— ANI (@ANI) March 30, 2023
বিচারপতি শিবজ্ঞানম চেন্নাইয়ের লয়োলা কলেজ থেকে বি.এসসি করেন। মাদ্রাজ ল’ কলেজ থেকে বি.এল। ১৯৮৬ সালের সেপ্টেম্বর মাসে বার কাউন্সিল অব তামিলনাড়ুতে তাঁর নাম লেখান। ২০০৯ সালে মাদ্রাজ হাইকোর্টের অ্যাডিশনাল জাজ হিসাবে নিযুক্ত হন।