Mamata Banerjee: ‘হাত’ ধরতে রাজি মমতা, তবে শর্তসাপেক্ষে

Mamata Banerjee: ২০২৪-এর লোকসভা ভোটের আগে অবিজেপি জোট নিয়ে নানা মহলে নানা চর্চা। বিশেষ করে এই জোটের মুখ কে হবে, তা নিয়ে প্রতিনিয়ত জটিলতা অব্যাহত।

Mamata Banerjee: 'হাত' ধরতে রাজি মমতা, তবে শর্তসাপেক্ষে
মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: May 16, 2023 | 12:16 PM

কলকাতা: বিজেপিকে কেন্দ্রের মসনদ থেকে সরাতে কংগ্রেসের ‘হাত’ ধরতে রাজি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তবে এরসঙ্গে রাখলেন শর্তও। যেখানে কংগ্রেস শক্তিশালী সেখানে সমর্থন করতে রাজি তিনি। তবে কংগ্রেসকেও অন্য আঞ্চলিক দলকে সমর্থন করা উচিত বলে নবান্নে মন্তব্য করেন মমতা। এর পাল্টা জবাব দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমার মনে যে সব জায়গায় যারা শক্তিশালী তারা লড়াই করুক একসঙ্গে। যেমন বাংলায়। আমার মনে হয় আমাদেরই লড়াই করা উচিত। শক্তিশালী দলকেই প্রাধান্য দিতে হবে এক্ষেত্রে। আমি তোমাকে কর্নাটকে সমর্থন দেবো, কিন্তু তুমি প্রতিদিন আমার বিরুদ্ধে লড়বে এটা পলিসি হতে পারে না। সকলের জন্যই এটা প্রযোজ্য।”

একইসঙ্গে মমতা বলেন, “যেমন বাংলায় আমাদের লড়াই করা উচিত। দিল্লিতে আপ, বিহারে নীতিশজি, তেজস্বী, কিছুটা কংগ্রেস জোট বেঁধে লড়াই করতে পারে। এ ব্যাপারে আমার কিছু বলা উচিত নয়। তারা তাদের ফর্মুলা ঠিক করুক। ঝাড়খণ্ড, চেন্নাইয়ের সব জায়গায় আঞ্চলিক দল খুব শক্তিশালী। তেলেঙ্গনা, অন্ধ্র প্রদেশে আঞ্চলিকভাবে শক্তিশালী দলগুলিকেই অগ্রাধিকার দিতে হবে।”

২০২৪-এর লোকসভা ভোটের আগে অবিজেপি জোট নিয়ে নানা মহলে নানা চর্চা। বিশেষ করে এই জোটের মুখ কে হবে, তা নিয়ে প্রতিনিয়ত জটিলতা অব্যাহত। ইতিমধ্যেই কলকাতায় এসে মমতার সঙ্গে সাক্ষাৎ করেছেন নীতীশ কুমার, তেজস্বী যাদব, অখিলেশ যাদব। এসেছেন এইচডি কুমারস্বামীও। যদিও কোনও সাক্ষাৎ শেষে খুব কংক্রিট কিছু যে এখনও সামনে এসেছে তেমনটা নয়। তবে এর আগেও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, একসঙ্গে লড়াইয়ের ক্ষেত্রে তাঁর কোনও বাছাইয়ের ব্যাপার নেই। তবে যেখানে যে দল শক্তিশালী, সে রাজ্যে সেই দলকে গুরুত্ব দেওয়ার পক্ষে মত তাঁর।

যদিও সোমবার মমতা শর্তসাপেক্ষে কংগ্রেসের হাত ধরার ইঙ্গিত দিলেও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কিন্তু দিল্লি থেকে বলেছেন, “সব জায়গাতেই আমরা লড়ব। বাংলাতেও লড়ব। আজ কর্নাটকে কংগ্রেসের জয় হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মনে হচ্ছে কংগ্রেসের সঙ্গে সমঝোতা ছাড়া ওনার চলা কঠিন। কর্নাটকের ভোটের ফলপ্রকাশের আগে কখনও শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কংগ্রেসকে ভোট দিতে, কারণ বিজেপিকে হারানো দরকার?”