কলকাতা : হাতে আর মাত্র কয়েকদিন। পুরভোটের প্রচার এখন চরমে। ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের পরই প্রার্থী তালিকা প্রকাশ করেছে সব দল। ইতিমধ্যেই প্রার্থী তালিকায় কিছু রদবদলও হয়েছে। তালিকা নিয়ে দলীয় দ্বন্দ্বও সামনে এসেছে। তবে প্রচারের ক্ষেত্রে কেউ পিছপা নন। নিজের ওয়ার্ডে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন প্রার্থীরা।
তৃণমূল প্রার্থীদের অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, যাতে দু বেলা প্রচারের কাজ করা হয়। হাতে বেশি সময় নেই বলে এই নির্দেশ দিয়েছেন তিনি। তাই শাসক দলের প্রার্থীরা সময় নষ্ট করছেন না একটুও। প্রচার পর্বের শেষের দিকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ও প্রচারে নামবেন বলে জানা গিয়েছে।
নির্দল প্রার্থী হিসেবে দেওয়া মনোনয়ন প্রত্যাহার না করলে দল থেকে বহিষ্কার করা হবে, আগেই এমন বার্তা দিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশেষে সেই সিদ্ধান্তই কার্যকর হল। বহিষ্কার করা হল প্রয়াত তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায় ও পুর নিগমের প্রাক্তন চেয়ারম্যান সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়কে। বুধবার সেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তৃণমূল বিধায়ক তথা পুরভোটের অন্যতম প্রার্থী দেবাশিস কুমার।
বিস্তারিত পড়ুন: KMC Election: দলবিরোধী কাজের অভিযোগে তনিমা ও সচ্চিদানন্দকে বহিষ্কারের সিদ্ধান্ত তৃণমূলের