Primary TET 2022 Result: আর কিছুক্ষণের মধ্যেই টেটের ফলপ্রকাশ
TET: বৃহস্পতিবারই ২০২২ সালের টেটের চূড়ান্ত অ্যানসার কি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

কলকাতা: আজই প্রকাশিত হচ্ছে প্রাথমিক টেটের (TET 2022) ফল। সূত্রের খবর, আর কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক সম্মেলন করে ফলপ্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০২২ সালের ডিসেম্বর মাসে এই টেট হয়। দু’মাসের মাথায় প্রকাশিত হতে চলেছে রেজাল্ট। এর আগে বৃহস্পতিবারই টেটের অ্য়ানসার কি প্রকাশ করে পর্ষদ। তখনই জোর জল্পনা ছিল, এবার চূড়ান্ত ফল প্রকাশের পালা। বহু বিতর্কের আবহে গত ১১ ডিসেম্বর প্রাথমিকের টেট হয়েছিল রাজ্যজুড়ে। প্রায় ১১ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের জন্য এই পরীক্ষা হয়। ৭ লক্ষেরও বেশি চাকরি প্রার্থী পরীক্ষায় বসেন। এই পরীক্ষার ক্ষেত্রে পর্ষদের প্রথম ও প্রধান চ্যালেঞ্জ স্বচ্ছতা। এই টেট নিয়ে যাতে কোনওরকম প্রশ্নের অবকাশ না থাকে, সেটাই বড় চ্যালেঞ্জ পর্ষদ সভাপতি গৌতম পালের। তিনি সাংবাদিক সম্মেলনে সে কথা বলেনও। প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীরা ইতিমধ্যেই চূড়ান্ত অ্যানসার কি দেখার সুযোগ পেয়েছেন। এবার শিক্ষক হওয়ার যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের পালা।
২০২২-এর প্রাথমিক টেট নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে। তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। আর এই গ্রেফতারির পরই সামনে এসেছে ২০২২-এর ওমএমআর শিট বিতর্ক। কুন্তল ঘোষের বাড়ি থেকে ২০২২ সালের টেটের ওএমআর শিটের কপি পাওয়া গিয়েছে। ইডি সূত্রে খবর, ১৮৯ টি ওএমআর শিট, অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছে কুন্তল ঘোষের বাড়ি থেকে। যা নিয়ে শোরগোল শুরু হয়।
এরপরই পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়, টেট ২০২২-এর ওএমআর শিট পর্ষদের কাছে সুরক্ষিত রয়েছে। কোনওভাবেই কোনও জারিজুরি করা যাবে না। প্রযুক্তিগত দিক থেকে টেটের ওএমআর শিটে কারচুপি সম্ভব নয় বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।





