AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata weather Update: আবার নিম্নচাপ! পুজোর মাঝে বৃষ্টির ভ্রুকুটি, প্যান্ডেল হপিংয়ের আগে জানুন

Kolkata weather Update: আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, রবিবার পর্যন্ত পরিষ্কার আকাশ থাকবে। কোথাও-কোথাও আংশিক মেঘলা আকাশও থাকতে পারে। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার জন্য নবমী-দশমীতে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান এবং পূর্ব বাংলাদেশে।

Kolkata weather Update: আবার নিম্নচাপ! পুজোর মাঝে বৃষ্টির ভ্রুকুটি, প্যান্ডেল হপিংয়ের আগে জানুন
কী বলছে হাওয়া অফিস? Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Oct 19, 2023 | 9:42 AM
Share

কলকাতা: ঢাকের বাদ্যি বেজেছে। পুজো-পুজো গন্ধ চারিদিকে। মা এসে গিয়েছে সে কথা জানান দিচ্ছে শিউলি আর কাশফুল। আজ মহাপঞ্চমী। রাস্তঘাটে বহু লোক ঠাকুর দেখতে বেরিয়েও গিয়েছেন। পুজোর দিনগুলিতে কেমন থাকবে আকাশ? প্যান্ডেল হপিংয়ের আগে চোখ বুলিয়ে নিন ।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, রবিবার পর্যন্ত পরিষ্কার আকাশ থাকবে। কোথাও-কোথাও আংশিক মেঘলা আকাশও থাকতে পারে। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার জন্য নবমী-দশমীতে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান এবং পূর্ব বাংলাদেশে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর এলাকায় এর অবস্থান। শক্তিশালী হয়ে এই ঘূর্নাবর্ত নিম্নচাপে পরিণত হবে। উত্তর পশ্চিম দিকে এগিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে।

অপরদিকে, উত্তর বঙ্গোপসাগরে আরও শক্তিশালী হয় কি না সেদিকেই নজর রাখছেন আবহাওয়াবিদরা। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণা বাতাসে ভর করে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। বৃষ্টির সম্ভাবনা বাড়বে উপকূলের জেলাগুলিতে।

উত্তরবঙ্গে কেমন থাকবে 

উত্তরবঙ্গে ক্রমশ কমবে বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পংয়ে। আগামী ২৪ ঘণ্টা পর থেকে বৃষ্টি কমে যাবে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার থেকে শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে। আগামীকাল ষষ্ঠী থেকে পুজোর কটা দিন পরিষ্কার আকাশ শুকনো ও মনোরম আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে

দক্ষিণবঙ্গের দু এক জায়গায় আংশিক মেঘলা আকাশ হতে পারে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে। জলীয়বাষ্পের পরিমাণ ক্রমশ কমতে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির সম্ভাবনা কম। তাপমাত্রা ও কিছুটা কমতে পারে দিনের এবং রাতের। হালকা শীতের সামান্য অনুভূতি জেলাগুলিতে।

তবে সোম ও মঙ্গলবার অর্থাৎ নবমী এবং দশমীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর মেঘলা আকাশ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে নবমী-দশমী বৃষ্টি হলেও অষ্টমীতে রোদ ঝলমলে আকাশ থাকছে।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

সোমবার থেকে বদল হতে পারে পরিস্থিতি। আকশ থাকবে মেঘলা। সোমবার বিকেল বা রাতে এবং মঙ্গলবার দশমীর দিন বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। তার আগে বৃষ্টির সম্ভবনা নেই।