National Human Rights commission: মানবাধিকার কতটা সুরক্ষিত, জানতেই কি রাজ্যে দল পাঠাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন?

Kolkata: শোনা যাচ্ছে, শুধু বুধবারই নয়, আগামী কয়েক মাসে একাধিকবার আসতে পারে এই দল। রাজ্যের বিভিন্ন অভিযোগকে সামনে রেখে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলবে তারা।

National Human Rights commission: মানবাধিকার কতটা সুরক্ষিত, জানতেই কি রাজ্যে দল পাঠাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন?
মানবাধিকার কমিশন।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 03, 2023 | 5:39 PM

কলকাতা: নতুন বছরের শুরুতেই রাজ্যে আসার কথা জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights commission) সদস্যদের। সূত্রের খবর, এ রাজ্যে মানবাধিকার কতটা সুরক্ষিত তা খতিয়ে দেখতে ৪ জানুয়ারি ১২ থেকে ১৫ জনের একটি দল রাজ্যে আসছে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁরা রিপোর্ট দেবেন। সূত্রের খবর, এই প্রতিনিধি দল নিয়োগ দুর্নীতির অভিযোগ, রাজনৈতিক খুনের অভিযোগ, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি-সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখবে।

এর আগে একুশের বিধানসভা ভোটের ফল প্রকাশের পর জাতীয় মানবাধিকার কমিশনের একটি দল এ রাজ্যে এসেছিল। যেসব জায়গায় বিজেপির তরফে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তোলা হয়েছিল, সেইসব জায়গায় গিয়েছিল তারা। এলাকার লোকজনের সঙ্গে কথা বলেছিল। এ নিয়ে কম বিতর্ক হয়নি সে সময়। এখন আবার রাজ্য যখন আবাস থেকে নিয়োগ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে তপ্ত, আরও একবার পশ্চিমবঙ্গে দিল্লি থেকে আসছে বিশেষ দল।

শোনা যাচ্ছে, শুধু বুধবারই নয়, আগামী কয়েক মাসে একাধিকবার আসতে পারে এই দল। এ রাজ্যে এই মুহূর্তে হইচই ফেলে দিয়েছে এমন বিভিন্ন অভিযোগকে সামনে রেখে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলবে তারা। এমনও শোনা যাচ্ছে, এই দল যদি বুধবারই আসে সে ক্ষেত্রে এদিনই বেলা ৩টেয় আইসিসিআরে আন্দোলনকারী চাকরিপ্রার্থী, তাঁদের আইনজীবীদের সঙ্গে দেখা করবেন। প্রসঙ্গত, এই চাকরি প্রার্থীরা বারবারই দাবি করছেন, তাঁদের ‘বঞ্চনা’ আসলে মানবাধিকার লঙ্ঘনের শামিল।