কলকাতা: নিরাপত্তার দাবিতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করলেন পুরভোটে দাঁড়ানো বিজেপির (BJP) কয়েকজন প্রার্থী। কাঁথি পুরসভার সব ওয়ার্ডের বিজেপি প্রার্থীর পাশাপাশি ভাটপাড়া পুরসভার তিনটি ওয়ার্ডের বিজেপি প্রার্থী (BJP Candidate) এই মামলা করেন। বিজেপি প্রার্থীদের নিরাপত্তার দাবিতে এই মামলা দায়ের করা হয়েছে। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলার জরুরি শুনানির আর্জি জানানো হয়। বিজেপি প্রার্থীদের অভিযোগ, তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। মারধর, হামলার শিকার হচ্ছেন তাঁরা। ভাটপাড়ার ক্ষেত্রে এক তৃণমূল প্রার্থী দেবজ্যোতি ঘোষের বিরুদ্ধে হুমকির অভিযোগ দায়ের করা হয়েছে। ভোটের আগে নিরাপত্তার দাবি করেছেন বিজেপি প্রার্থীরা। মঙ্গলবার এই মামলার শুনানি হবে।
পূর্ব মেদিনীপুরের কাঁথির ২১টি ওয়ার্ডেরই বিজেপি প্রার্থী নিরাপত্তার দাবি তুলেছেন। একইসঙ্গে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ড, ১১ নম্বর ওয়ার্ড ও ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্ট আর্জি জানান। আগামী রবিবার ২৭ ফেব্রুয়ারি ১০৮টি পুরসভায় নির্বাচন।
চার পুরনিগমের ভোটেও কেন্দ্রীয় বাহিনীর দাবি ছিল তাদের। আসন্ন পুরভোটেও সামগ্রিক নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর আর্জি জানিয়ে বিজেপি আদালতে মামলা করেছে। বিজেপির অভিযোগ, বারবার তাদের প্রার্থীদের হুমকির মুখে পড়তে হচ্ছে। বাড়িতে হামলা করা হচ্ছে, ভোটের ময়দান থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। এই অবস্থায় দুই পুরসভার তরফে প্রার্থীদের নিরাপত্তার দাবি তোলা হয়েছে। মঙ্গলবার এই মামলার শুনানি হবে। যেখানে স্থির হবে এই প্রার্থীদের আলাদা করে নিরাপত্তার কোনও ব্যবস্থার নির্দেশ থাকবে কি না।
আরও পড়ুন: ‘আগে বিচার, চাকরি আমার মাথায় রইল’, ‘দিদির’ প্রস্তাবে সাফ জবাব আনিসের বাবার
আরও পড়ুন: Bhabanipur Murder: আততায়ী কি ওড়িশায় লুকিয়ে? ভবানীপুর খুনে অভিযুক্তকে ধরে দিতে পারলেই পুরস্কার
আরও পড়ুন: Soumendu Adhikari: কাঁথি কলেজে আর্থিক দুর্নীতির অভিযোগ, হাইকোর্টে গেলেন শুভেন্দুর ছোট ভাই