Bidhannagar Municipality: ‘সকলে মিলে বিধাননগরের উন্নয়ন করব’, শপথ নিলেন মেয়র কৃষ্ণা

Bidhannagar Municipal: বিধাননগরের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, দমকল মন্ত্রী সুজিত বসু, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

Bidhannagar Municipality: 'সকলে মিলে বিধাননগরের উন্নয়ন করব', শপথ নিলেন মেয়র কৃষ্ণা
বিধাননগরে শপথগ্রহণ। ছবি ফেসবুক।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 25, 2022 | 8:36 PM

কলকাতা: বিধাননগরের মেয়র হিসাবে শপথ নিলেন কৃষ্ণা চক্রবর্তী। চেয়ারম্যান হিসাবে শপথবাক্য পাঠ করলেন সব্যসাচী দত্ত। শুক্রবার সল্টলেকের এফ ডি ব্লকের পার্কে শপথ নেন বিধাননগরের ৪১ জন কাউন্সিলর। প্রোটেম স্পিকার তুলসি সিনহা রায় এদিন শপথবাক্য পাঠ করান মেয়র ও চেয়ারম্যানকে। অন্যদিকে ৪১জন কাউন্সিলরকে শপথবাক্য পড়ান বিধাননগর পুরনিগমের কমিশনার দেবাশিস ঘোষ। মেয়র হিসাবে শপথ নেওয়ার পর কৃষ্ণা চক্রবর্তী বলেন, “আমি একা মেয়র নই। আমার প্রত্যেক কাউন্সিলরও মেয়র। আমরা সকলে মিলে একসঙ্গে বিধাননগরবাসীর সমস্যাকে নিজেদের সমস্যা মনে করে সমস্ত উন্নয়ন করব। যে কাজ বাকি রয়েছে সবটাই আমরা এগিয়ে নিয়ে যাব।”

বিধাননগরের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, দমকল মন্ত্রী সুজিত বসু, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, বিধায়ক অদিতি মুন্সি। এদিন প্রথমে ৪১ জন জনপ্রতিনিধিকে শপথ বাক্য পাঠ করানো হয়। তারপরই নিয়ম মোতাবেক চেয়ারম্যান হিসাবে সব্যসাচী দত্তর নাম প্রস্তাব করা হয়। তা গৃহীত হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে কৃষ্ণা চক্রবর্তীর নাম মেয়র হিসাবে ঘোষণা করা হয়।

এদিন বিধাননগরের মেয়রের শপথগ্রহণ অনুষ্ঠানে ফিরহাদ হাকিম বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বিধাননগর পুরনিগম করেছেন। বিধাননগর একটি আধুনিক শহর। যে স্বপ্ন বিধান রায় আমাদের দেখিয়েছেন, অনেকদিন সেই স্বপ্ন পূরণ হয়নি। ধীরে ধীরে এখন তা পূরণের পথে। এখানে মূল যে সমস্যা ছিল তা জলের। সেই পরিশোধিত পানীয় জলও মানুষের বাড়ি বাড়ি পৌঁছেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারা তা প্রায় বাস্তবায়িত হওয়ার পথে। তিনি আমাদের যা আদেশ দেন আমরা সৈনিক হিসাবে তা পালন করি।” একই কথা শোনা গিয়েছে সুজিত বসু, কাকলি ঘোষ দস্তিদারের গলাতেও। বিধাননগরের চেয়ারম্যান সব্যসাচী দত্ত বলেন, “মুখ্যমন্ত্রীর দেখানো পথেই অভাব অভিযোগ নিরসনে নতুন পুরবোর্ড কাজ করবে।”

আরও পড়ুন: Mala Roy on Russia-Ukraine: ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনুন, বিদেশমন্ত্রীকে চিঠি মালা রায়ের