Panchayat Elections 2023: পঞ্চায়েত প্রার্থীকে ডাক NIA-র, ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে তৎপর কেন্দ্রীয় সংস্থা
NIA: এরমধ্যে দু'জনকে সোমবারই ডেকে পাঠানো হয়েছে। তাঁরা হলেন পঞ্চানন ঘড়াই ও চন্দনকুমার বর। পঞ্চানন হাজিরা এড়িয়েছেন, তবে চন্দন বর আসেন এদিন। এই মামলার তদন্তভার নেওয়ার পর অভিযুক্তরা রিট পিটিশন করেন হাইকোর্টে।
কলকাতা: ভূপতিনগর বিস্ফোরণ মামলায় ৯ তৃণমূল নেতাকে তলব করা হল। ৯ তৃণমূল নেতাকে ডেকে পাঠাল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ (NIA)। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিদায়ী সদস্য মানবকুমার পড়ুয়া। তিনি এবারও জেলা পরিষদের প্রার্থী হয়েছেন। ৮ জুলাই ভোট। তার আগে ৫ জুলাই তাঁকে তলব করেছে এনআইএ। ভূপতিনগর বিস্ফোরণ মামলায় মোট ৯ জনকে নোটিস দিয়েছে এনআইএ।
এরমধ্যে দু’জনকে সোমবারই ডেকে পাঠানো হয়েছে। তাঁরা হলেন পঞ্চানন ঘড়াই ও চন্দনকুমার বর। পঞ্চানন হাজিরা এড়িয়েছেন, তবে চন্দন বর আসেন এদিন। এই মামলার তদন্তভার নেওয়ার পর অভিযুক্তরা রিট পিটিশন করেন হাইকোর্টে। আদালত নির্দেশ দিয়েছে, আপাতত অভিযুক্তদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না।
পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানা এলাকা। সেখানেই অর্জুননগরের নাড়ুয়াবিড়লা গ্রাম। গত ডিসেম্বরে সেখানেই ভয়াবহ বিস্ফোরণ হয়। মারা যান ৩ জন। নিহতদের একজনের স্ত্রী থানায় অভিযোগ জানিয়েছিলেন, বোমা তৈরি করার সময় এই বিস্ফোরণ হতে পারে। যে বাড়িতে বিস্ফোরণ হয়, তা এক তৃণমূল নেতার বাড়ি বলেও অভিযোগ ওঠে। এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। বিজেপির তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি লেখা হয়।