AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Surya Grahan 2022: আজ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, কখন থেকে গ্রহণ শুরু, আদৌ কি দেখা যাবে এ রাজ্যে? রইল বিস্তারিত

Solar Eclipse: ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে দুপুর ২টো ২৯ মিনিটে। সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে গ্রহণ শেষ।

Surya Grahan 2022: আজ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, কখন থেকে গ্রহণ শুরু, আদৌ কি দেখা যাবে এ রাজ্যে? রইল বিস্তারিত
আজ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ।
| Edited By: | Updated on: Oct 25, 2022 | 9:36 AM
Share

কলকাতা: মঙ্গলবার অর্থাৎ আজ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ (Solar Eclipse)। ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে দুপুরে। দেখা যাবে বিভিন্ন প্রান্ত থেকে। তবে সিত্রাংয়ের কারণে আকাশ মেঘলা থাকলে গ্রহণের সাক্ষী হওয়া থেকে বঞ্চিত হতে পারেন কলকাতাবাসী। এদিন গ্রহণ চলবে ৪ ঘণ্টা ৩ মিনিট। বাংলায় গ্রহণ দেখা যাবে ৪টে ৫২ মিনিট নাগাদ। কলকাতায় গ্রহণ দেখা যেতে পারে মাত্র ১২ মিনিট, যদি আকাশ পরিষ্কার থাকে।

আলোর উৎসবের রেশ দেশজুড়ে। তার মাঝেই সূর্যকে আড়াল করবে চাঁদ। কালীপুজোর পরদিনই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। দেশের নানা প্রান্ত থেকে গ্রহণ দেখা যাবে। তবে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে দক্ষিণবঙ্গের আকাশের মুখ থেকে থেকেই ভার হচ্ছে। ফলে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে গ্রহণ নাও দেখা যেতে পারে।

মঙ্গলবারে গ্রহণ যেহেতু খণ্ডগ্রাস, ফলে সূর্য পুরোপুরি আড়ালে যাওয়ার সম্ভাবনা নেই। কিছুটা অংশই ঢাকা পড়বে। অ্যাস্ট্রোনমিকাল সোসাইটি অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, দেশের উত্তর পশ্চিমের রাজ্যগুলি থেকে খুব স্পষ্টভাবে গ্রহণ দেখা যাবে।

ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে দুপুর ২টো ২৯ মিনিটে। সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে গ্রহণ শেষ। গ্রহণ চলবে ৪ ঘণ্টা ৩ মিনিট ধরে। কলকাতায় আংশিক গ্রহণ শুরু হবে বিকেল ৪টে ৫২ মিনিটে। সূর্যাস্তের সময় বিকেল ৫টা ৪ মিনিট। কলকাতায় ১২ মিনিটের কাছাকাছি গ্রহণ দেখা যেতে পারে।

তবে দিল্লি ও মুম্বইয়ে এক ঘণ্টার বেশি সময় গ্রহণ দৃশ্যমান হবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তর পূর্ব ভারতের কিছুটা অংশ বাদ দিয়ে গোটা দেশেই গ্রহণ দেখা যাবে। এছাড়া ইউরোপ, পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকাতেও এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।

জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী বলেন, “যখন কলকাতায় সূর্যগ্রহণ শুরু হবে ৪টে ৫২ মিনিট অর্থাৎ সূর্যাস্তের ঠিক ১১ মিনিট আগে। মাত্র ৪ শতাংশ মতো ঢাকবে সূর্যের। কোনওমতে যদি কেউ ফিল্টার সমেত দেখেন উঁচু জায়গা থেকে তা হলে সূর্য ডোবার সময়ের ঠিক আগে আগে একটু হয়ত দেখতে পাবেন। যদি আকাশ পরিষ্কার থাকে। সৌভাগ্যক্রমে সিত্রাং সেভাবে প্রভাব ফেলেনি। ফলে আকাশ অনেক জায়গায় পরিষ্কার থাকতে পারে। তবে খুশি হওয়ার সুযোগ খুবই কম। কারণ ৪ শতাংশের বেশি তো ঢাকবেই না। তাছাড়া সূর্য ডুবে যাওয়ার পরই ওটা চলবে।”