Recruitment Scam: আধ-খাওয়া কোল্ড ড্রিঙ্কের বোতল হাতে প্রিজন ভ্যানে! নিয়োগ দুর্নীতির এজেন্টরাও কি প্রভাবশালী?

Recruitment Scam: একটা আধ-খাওয়া কোল্ড ড্রিঙ্কের বোতল হাতে প্রিজ়ন ভ্যান থেকে বেরিয়ে আসতে দেখা গেল নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া অন্যতম মিডলম্যান প্রদীপ সিং ওরফে ছোটুকে। এক্সক্লুসিভ সেই ছবি ধরা পড়েছে টিভি নাইন বাংলার ক্যামেরায়।

Recruitment Scam: আধ-খাওয়া কোল্ড ড্রিঙ্কের বোতল হাতে প্রিজন ভ্যানে! নিয়োগ দুর্নীতির এজেন্টরাও কি প্রভাবশালী?
প্রিজন ভ্য়ানে কোল্ড ড্রিঙ্ক হাতে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার এজেন্টImage Credit source: টিভি নাইন বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 25, 2023 | 4:27 PM

কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার মিডলম্যান-এজেন্টরাও কি প্রভাবশালী? এমন প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। কারণ, নিয়োগ দুর্নীতির এক এজেন্টকে এবার প্রিজন ভ্যান থেকে নামতে দেখা গেল কোল্ড ড্রিঙ্কের বোতল হাতে। একটা আধ-খাওয়া কোল্ড ড্রিঙ্কের বোতল হাতে প্রিজ়ন ভ্যান থেকে বেরিয়ে আসতে দেখা গেল নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া অন্যতম মিডলম্যান প্রদীপ সিং ওরফে ছোটুকে। অভিযুক্তদের আলিপুরে বিশেষ সিবিআই আদালতে নিয়ে যাওয়ার জন্য প্রিজন ভ্যান থেকে নামানো হচ্ছিল। সেই সময়েই টিভি নাইন বাংলার ক্যামেরায় ধরা পড়ে অবাক করা এই ঘটনায় এক্সক্লুসিভ ফুটেজ।

উল্লেখ্য, ওই একই প্রিজন ভ্যানে ছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাও। আর এখানেই প্রশ্ন উঠে যাচ্ছে, ধৃত ওই নিয়োগ দুর্নীতির মিডলম্যানের হাতে কোল্ড ড্রিঙ্কের বোতল এল কীভাবে? কোথায় অভিযুক্তর নিরাপত্তা? এই ঠান্ডা পানীয় খেয়ে অভিযুক্তর কোনও সমস্যা হলে তার দায় কার? নিয়ম অনুযায়ী, সংশোধনাগার থেকে যখন অভিযুক্তদের আদালতে নিয়ে যাওয়া হয়, তখন অভিযুক্তরা প্রিজন ভ্যানে ওঠার পর থেকে সবরকম দায়িত্ব থাকে পুলিশের হাতেই।

কিন্তু এক্ষেত্রে কী দেখা গেল? পুলিশের সামনেই ঠান্ডা পানীয় হাতে নিয়ে প্রিজন ভ্যান থেকে নামছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত ওই মিডলম্যান। পুলিশ তাঁকে বাধা দেওয়া তো দূরে থাক, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল সেই বিষয়টি। আর এখানেই প্রশ্ন উঠে যাচ্ছে, প্রিজন ভ্যানে প্রভাবশালী বিধায়ক থাকার কারণেই কি সব দেখেও কিছুই দেখল না পুলিশ? নাকি এজেন্টরাও সব এক এক জন প্রভাবশালী হয়ে উঠেছেন! এ দৃশ্য কি পুলিশি নজরদারির ঢিলেঢালা ছবিটাকেই আরও স্পষ্ট করে দিল না? এমন প্রশ্নও উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।