Murder in Kolkata: ধরিয়ে দিল ফোনের নেটওয়ার্কই, রিজেন্ট পার্ক গুলিকাণ্ডে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার মূল অভিযুক্ত

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Mar 19, 2022 | 3:59 PM

Regent Park Murder: শনিবার দুপুরে জানা যায়, তাঁকে দক্ষিণ ২৪ পরগনার ফলতা থেকে গ্রেফতার করা হয়েছে।

Murder in Kolkata: ধরিয়ে দিল ফোনের নেটওয়ার্কই, রিজেন্ট পার্ক গুলিকাণ্ডে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার মূল অভিযুক্ত
রিজেন্ট পার্কে গুলিবিদ্ধ যুবক।

Follow Us

কলকাতা: রিজেন্ট পার্কে গুলির ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সুজিত মল্লিক। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে এই গ্রেফতারি। শনিবারই সুজিতকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রিজেন্ট পার্ক থানা এলাকার নতুনপল্লি হরিতকিতলায় বাড়িতে বসে খাবার খাচ্ছিলেন দিলীপ চৌহান। অভিযোগ, রং খেলার পর খাওয়াদাওয়ার আসরে নেশার পানীয়ও ছিল। সেই সময়ই আচমকা ওই বাড়িতে হাজির হন সুজিত মল্লিক। অভিযোগ ওঠে, এর আগে দিলীপ সুজিতের বাড়িতে গিয়েছিলেন। সেখানে সুজিতের স্ত্রীকে রং মাখান তিনি। এরপরই সুজিত দিলীপের বাড়িতে এসে গুলি চালান বলে অভিযোগ।

কোন পথে গ্রেফতারি

এদিকে ঘটনার পরই এলাকা থেকে পালিয়ে যান সুজিত। শনিবার দুপুরে জানা যায়, তাঁকে দক্ষিণ ২৪ পরগনার ফলতা থেকে গ্রেফতার করা হয়েছে। লালবাজারের গোয়েন্দা দমন শাখা এবং রিজেন্ট পার্ক থানার পুলিশ। শুক্রবার থেকেই যৌথ অভিযানে নামে পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যেই এল সাফল্য। সূত্রের খবর, জোকায় শেষবার সুজিতের মোবাইল ফোনের নেটওয়ার্ক পাওয়া গিয়েছিল। সেটা দেখেই তদন্তকারীরা বুঝে যান, দক্ষিণ ২৪ পরগনায় ঢুকেছেন অভিযুক্ত। এরপরই লালবাজারের গুন্ডাদমন শাখা এবং রিজেন্ট পার্ক পুলিশ দক্ষিণ ২৪ পরগনায় যৌথ অভিযান চালায়। তাতেই আসে সাফল্য।

কী ঘটেছিল

শুক্রবার দোলে রং মাখানো নিয়ে সুজিত ও দিলীপের মধ্যে ঝামেলার সূত্রপাত বলে পুলিশ সূত্রে জানা যায়। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে সুজিত মল্লিকের স্ত্রীর গায়ে রং দিতে গিয়েছিলেন দিলীপ চৌহান। অভিযোগ, সেই সময় কিছু অপ্রীতিকর মন্তব্যও করেছিলেন দিলীপ। যদিও সেই মুহূর্তে বিষয়টি চাপা পড়ে গিয়েছিল। কিন্তু এরইমধ্যে দুপুরে হঠাৎ দিলীপের বাড়িতে যান সুজিত। এলাকার লোকজনের দাবি, দিলীপ চৌহান তাঁর জামাইবাবু এবং আরও কয়েকজন মিলে সে সময় খাচ্ছিলেন। ব্যবস্থা ছিল মদেরও। হঠাৎই সেখানে রণংদেহী ভঙ্গিতে সুজিত হাজির হন বলে অভিযোগ। বাড়িতেই দিলীপকে গুলি করা হয় বলেও অভিযোগ ওঠে।

আরও পড়ুন: Cyber Crime: পেনশনের টাকাতেই ক্যানসারের চিকিৎসা, সাইবার প্রতারণায় সর্বস্ব খুইয়ে ছলছল ধূসর দু’চোখ

Next Article