
কলকাতা: পুজোর আগে রাজ্যবাসীর জন্য সুখবর। বিশেষ উপহার পাচ্ছে বাংলা। রাজ্যে এবার চলবে আরও তিনটি বন্দে ভারত এক্সপ্রেস। আগামী রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সেই ট্রেন চালু হবে। ওইদিন মোট ছ’টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার মধ্যেই থাকছে বাংলার জন্য তিনটি ট্রেন।
বাংলায় প্রথম বন্দে ভারত চালু হয় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে। কাজ ছাড়াও পর্যটনের জন্যও এই ট্রেনের চাহিদা সবসময়ই বেশি থাকে। খুব কম সময়ে উত্তরবঙ্গ পৌঁছে যাওয়া যায়, ফলে বহু যাত্রীই বন্দে ভারতে যাত্রা করতে পছন্দ করেন। ট্রেনের ব্যবস্থাপনাও রেলযাত্রীদের একটা বড় অংশের বেশ পছন্দ। হাওড়া থেকে পুরী যাওয়ার জন্যও রয়েছে একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। এছাড়াও কয়েকটি বন্দে ভারত চলে এ রাজ্যে। এবার আরও তিনটি ট্রেন পেলে বাংলার বহু মানুষ উপকৃত হবে।
যে সব রুটে এই ট্রেনগুলি চলবে সেগুলি হল, ভাগলপুর-হাওড়া, গয়া-হাওড়া ও রাউরকেল্লা-হাওড়া। এছাড়াও আরও তিনটি বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন হতে চলেছে। বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে মোট ছ’টি বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করে। তার সঙ্গে যুক্ত হচ্ছে আরও তিনটি।
বর্তমানে যে রুট গুলিতে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করে, সেগুলি হল —
১. হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস
২. হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস
৩. নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস
৪. হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস
৫. হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস
৬. নিউ জলপাইগুড়ি-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস