কলকাতা: মহেশতলায় এক মহিলা ও তাঁর দুই ছেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বামীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সকালে মহেশতলা থানার আকরা মণ্ডলপাড়ায় তিনজনের মৃত্যু হয়। বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর তিনজনকে উদ্ধার করা হয়। এই ঘটনায় প্রথম থেকেই নিহত সোমা মণ্ডলের স্বামী প্রভাস মণ্ডলের দিকে সন্দেহের নজর পুলিশের। মহেশতলা থানা সূত্রে খবর, সোমার ভাই প্রভাসের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই গ্রেফতার করা হয়। এই ঘটনার তদন্তে নেমে বেশ কিছু তথ্য পুলিশের হাতে উঠে এসেছে। সোমার ভাইয়ের অভিযোগ, তাঁর দিদির আগে বিয়ে হয়েছিল। সেই পক্ষেরই দুই ছেলে। সেই স্বামী মারা যান। এরপর প্রভাসের সঙ্গে দ্বিতীয়বার বিয়ে হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রভাস মণ্ডল মাঝেমধ্যেই স্ত্রীর উপর অত্যাচার করতেন। মূলত টাকা পয়সা নিয়েই স্ত্রীর সঙ্গে স্বামীর বিবাদ লাগত বলে অভিযোগ। অভিযোগ পেয়ে পুলিশ প্রভাসকে এদিন দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে। এরপরই প্রভাসের কথায় অসঙ্গতি পাওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ৩০২ ও ৪৯৮ ধারা অর্থাৎ খুন এবং বধূ নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
ঘটনার সূত্রপাত শনিবার রাতে। মণ্ডলপাড়ায় সোমাদের বাড়িতে আগুন লাগে। অভিযোগ, গ্যাস সিলিন্ডার ফেটে এই ঘটনা ঘটে। আগুন দেখে এলাকার লোকজন ছুটে আসেন। তাঁরাই প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। তারপর দমকলের দু’টি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাড়ির কর্ত্রী ও দুই ছেলেকে পুড়ে খাক হয়ে যাওয়া জিনিসের মধ্যে থেকেই উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান ছিল, বাইরে থেকে তালা বন্ধ থাকায় ঘর থেকে বেরিয়ে আসতে পারেননি সোমা। ১০ বছরের রাহুল ও ১২ বছরের সাহেবও বেরোতে পারেনি।
স্থানীয় এক বাসিন্দা জানান, “মাঝ রাত তখন। আমি শুয়ে পড়েছিলাম। হঠাৎ আমার ছেলে বাইরে বেরোয়। বারান্দা থেকে দেখে চারদিক ধোঁয়ায় অন্ধকার। আগুনের ফুলকি। ছেলে মা মা করে আমাকে চিৎকার করে ডাকতে থাকে। ও ভেবেছে আমাদের বাড়িতেই আগুন লেগেছে। আমি ধড়ফড়িয়ে উঠেছি। দেখি পাশের বাড়ি জ্বলছে। ওদের বাড়ি আমাদের বাড়ি লাগোয়া। ওদের আগুনের ফুলকি আমাদের ঘরে পড়লে আমাদের বাড়িও জ্বলে যেত। কিন্তু দুর্ভাগ্য তিনটে প্রাণ ওদের চলে গেল।”
জানা গিয়েছে, সবজি বিক্রেতা প্রভাস মণ্ডল পুজোর মরসুমে বাজি বিক্রি করেন। ঘরে বাজি ছিল। সেই সব ফাটতে থাকে আগুন লাগার পর। পুলিশ জানিয়েছে, পরিবার নিয়ে প্রভাস ভাড়া বাড়িতে থাকেন। এদিন দরজায় তালা দিয়ে তিনি বের হন। এরপরই এই ঘটনা। কেন তিনি তালা দিয়ে বেরোলেন, কারণ খতিয়ে দেখা হচ্ছে। জেরা করা হচ্ছে অভিযুক্তকে।
আরও পড়ুন: Exclusive Saugata Roy: বাবুল-শত্রুঘ্নকে কী কারণে প্রার্থী করেছে তৃণমূল, ফাঁস করলেন সৌগত রায়