সপ্তাহভর ভারী বৃষ্টি! কোন কোন জেলার জন্য সতর্কতা দেখে নিন

Rain Forecast: আবহাওয়াবিদদের পূর্বাভাস, আজ, রবিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ারে।

সপ্তাহভর ভারী বৃষ্টি! কোন কোন জেলার জন্য সতর্কতা দেখে নিন
ফাইল ছবি

Jul 04, 2021 | 10:31 AM

কলকাতা: বৃষ্টি চলবে উত্তরবঙ্গে (North Bengal)। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipur weather Office)।

আবহাওয়াবিদদের পূর্বাভাস, আজ, রবিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ারে। পাহাড়ি এলাকায় ধস নামবে। বাড়বে নদীর জলস্তর । নীচু এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে।

রাজস্থান থেকে নাগাল্যান্ড পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। এই অক্ষরেখা বিহার ও উত্তরবঙ্গের ওপর দিয়ে গেছে। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বাংলায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। সপ্তাহভর বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। রবিবার ও সোমবারে ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারে।

আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭. ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ।

আরও পড়ুন: কলকাতায় সেঞ্চুরির দোরগোড়ায় পেট্রোল! শহরকে পিছনে ফেলল জেলা-মফফস্বল

কোনও কোনও জেলায় মূলত মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।