কলকাতায় সেঞ্চুরির দোরগোড়ায় পেট্রোল! শহরকে পিছনে ফেলল জেলা-মফস্বল

Petrol Diesel Price: প্রত্যেক রাজ্যে পেট্রোল, ডিজেলের দাম আলাদা আলাদা হয়। তবে সেকথা মাথায় রাখলেও যে হারে জ্বালানির দাম বাড়ছে, তাতে ক্ষোভ বাড়ছে নানা মহলে।

কলকাতায় সেঞ্চুরির দোরগোড়ায় পেট্রোল! শহরকে পিছনে ফেলল জেলা-মফস্বল
প্রতীকী চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 04, 2021 | 3:36 PM

কলকাতা: বেলাগাম পেট্রো পণ্যের দাম। চলে যাচ্ছে মধ্যবিত্তের একেবারে নাগালের বাইরে। কলকাতা থেকে জেলা-সর্বত্রই জ্বালানির জ্বালা (Petrol Diesel Price)।

ঝাড়গ্রাম হোক কিংবা আলিপুরদুয়ার, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া- পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে ইতিমধ্যেই। কলকাতাতেও পেট্রোলের দাম একশো টাকা ছুঁইছুঁই। রাজধানী দিল্লির ছবিটা একই রকম। তবে মুম্বই. বেঙ্গালুরু হায়দরাবাদ ও পুনেতে জ্বালানির দাম সেঞ্চুরি পেরিয়ে গিয়েছে।

মুম্বইতে পেট্রোলের দাম ১০৫ টাকা ২৪ পয়সা। ডিজেলের দাম দাঁড়িয়ে ৯৬ টাকা ৭২ পয়সা। চেন্নাইতেও মহার্ঘ্য পেট্রোল ডিজেল। এই নিয়ে গত দু মাসে ৩৪ বার বাড়ল জ্বালানির দাম। স্বাভাবিকভাবেই চিন্তায় সাধারণ মানুষ। তবে বিশ্লেষকরা বলছেন, এ কথাও সত্যি ভ্যাট কিংবা কিছু শুল্কের ওপর জ্বালানির দাম নির্ভর করে। ফলে প্রত্যেক রাজ্যে পেট্রোল, ডিজেলের দাম আলাদা আলাদা হয়। তবে সেকথা মাথায় রাখলেও যে হারে জ্বালানির দাম বাড়ছে, তাতে ক্ষোভ বাড়ছে নানা মহলে।

উর্ধ্বমুখী পেট্রোলের দাম এক নজরে ♦ ২৪ জুন কলকাতায় পেট্রোলের দাম ছিল ৯৭.৬৯ পয়সা। ♦ সেখানে দাঁড়িয়ে ৪ জুলাই পেট্রোলের দাম ৯৯. ৪৫ পয়সা। ♦ মুর্শিদাবাদে ৪ জুলাই পেট্রোলের দাম ১০০.৩৯ পয়সা। ♦ কোচবিহারে ৪ জুলাই পেট্রোলের দাম ১০০.০৯ পয়সা। ♦ উত্তর ২৪ পরগনা ৪ জুলাই পেট্রোলের দাম ৯৯.৭৯ পয়সা। ♦ মেদিনীপুরে ৪ জুলাই পেট্রোলের দাম ৯৯.৩৪ পয়সা। ♦ নয়া দিল্লিতে ৪ জুলাই পেট্রোলের দাম ৯৯.৫১ পয়সা। ♦ মুম্বইতে ৪ জুলাই পেট্রোলের দাম ১০৫.৫৮ পয়সা। ♦ চেন্নাইতে ৪ জুলাই পেট্রোলের দাম ১০০.৫৩ পয়সা।

এই পরিস্থিতিতে হুঁশিয়ারি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। তারা জানিয়েছে, কলকাতায় পেট্রোলের দাম ১০০ ছুঁলে আধ ঘণ্টা পেট্রোল পাম্প বন্ধ থাকবে। পেট্রোলের দাম বৃদ্ধিতে ক্ষোভ বাড়ছে তৃণমূলের। বিক্ষোভও চলছে চতুর্দিকে। এদিকে, বিধি নিষেধ শিথিল হয়ে যাওয়ার পর বাস চালানোর নির্দেশ দিলেও পথে দেখা মিলছে না বেসরকারি বাসের। জ্বালানির মূল্যবৃদ্ধিতে ভাড়া বাড়ানোর দাবি তুলেছেন বাস মালিকরা। আর তা মানাতেই পথে অমিল বাস।

আরও পড়ুন: বিদ্যাসাগর সেতুর কলকাতাগামী ফ্ল্যাঙ্কে দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত বাইক আরোহী

কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্প্রতি বলেছেন, একবছরে ৩৫ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে করোনার ভ্যাকসিনের জন্য। এই পরিস্থিতিতে কল্যাণমূলক প্রকল্পের জন্য অর্থ সঞ্চয় করা হচ্ছে।