বিদ্যাসাগর সেতুর কলকাতাগামী ফ্ল্যাঙ্কে দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত বাইক আরোহী

Vidyasagar Flyover Bike Accident: দ্বিতীয় হুগলি সেতু ধরে হাওড়া থেকে কলকাতায় যাওয়ার পথে একটি মোটরবাইকের পিছনে ধাক্কা মারে একটি লরি।

বিদ্যাসাগর সেতুর কলকাতাগামী ফ্ল্যাঙ্কে দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত বাইক আরোহী
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Jul 04, 2021 | 8:15 AM

কলকাতা: বিদ্যাসাগর সেতুতে (Vidyasagar Flyover) মর্মান্তি বাইক দুর্ঘটনায় (Bike Accident) মৃত্যু বাইক আরোহীর। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় হুগলি সেতু ধরে হাওড়া থেকে কলকাতায় যাওয়ার পথে একটি মোটরবাইকের পিছনে ধাক্কা মারে একটি লরি। বাইক থেকে অনেকটা দূরে ছিটকে পড়ে যান আরোহী। হেলমেট থাকলেও চোট লাগে মারাত্মক। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: রেড রোডের সেই মর্মান্তিক বাস দুর্ঘটনায় গ্রেফতার চালক

ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। ঘাতক লরির খোঁজে তদন্তে হেস্টিংস থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বাইকের গতি স্বাভাবিক ছিল। কিন্তু বেপরোয়া গতি ছিল লরিটির। ওই ব্যক্তি যখন সেতু থেকে নামছিলেন, সেসময়ই পিছন থেকে লরিটি এসে ধাক্কা মারে। আর তাতেই দুর্ঘটনা। ঘটনার পর রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে ছিল ওই ব্যক্তির ঘড়ির ছেড়া বেল্ট, জামার অংশ। পুলিস সেগুলিকে উদ্ধার করেছে।

এদিকে, গত ১ জুলাই রেড রোডের মর্মান্তিক বাস দুর্ঘটনায় গ্রেফতার করা হয়েছে চালককে।  নাম সৈয়দ ইবরার হোসেন। কামারহাটি থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে।  ঘটনার পর বাসের এক যাত্রী দাবি করেছিলেন, সম্ভবত মত্ত অবস্থায় ছিলেন গাড়ির চালক। তিনি জানান, দুর্ঘটনার পরও বেশ কিছুক্ষণ বাসেই বসেছিলেন ওই চালক। তাঁকে দেখে মত্ত বলে মনে হয়েছিল প্রত্যক্ষদর্শীদের। গ্রেফতারির পর প্রত্যক্ষদর্শীদের বয়ান যাচাই করে দেখছে পুলিশ।