ষাটে পা সলমনের, জানেন ভাইজান কত টাকার মালিক?
দীর্ঘ ৩৭ বছরের অভিনয় জীবনে অসংখ্য ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি। কেবল বক্স অফিস নয়, ব্যক্তিগত আয়ের নিরিখেও সলমন ভারতের অন্যতম ধনী তারকা। তবে তাঁর সম্পত্তির পরিমাণ আকাশছোঁয়া হলেও, বলিউডের সবথেকে ধনী অভিনেতার তকমা কিন্তু এখনও তাঁর দখলে নেই।

২৭ ডিসেম্বর, শনিবার ৬০ বছরে পা দিলেন বলিউডের ‘সুলতান’ সলমন খান। দীর্ঘ ৩৭ বছরের অভিনয় জীবনে অসংখ্য ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি। কেবল বক্স অফিস নয়, ব্যক্তিগত আয়ের নিরিখেও সলমন ভারতের অন্যতম ধনী তারকা। তবে তাঁর সম্পত্তির পরিমাণ আকাশছোঁয়া হলেও, বলিউডের সবথেকে ধনী অভিনেতার তকমা কিন্তু এখনও তাঁর দখলে নেই।
বর্তমানে প্রতিটি ছবির জন্য সলমন ১০০ থেকে ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নেন। এখন তিনি নিজের অভিনীত প্রতিটি ছবির সহ-প্রযোজকও থাকেন। তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা ‘সলমন খান ফিল্মস’ (SKF) ব্যবসার পরিধি আরও বাড়াচ্ছে। হায়দরাবাদের ‘ভারত ফিউচার সিটি’-তে নতুন স্টুডিও তৈরির পরিকল্পনা রয়েছে তাঁদের। আগামী বছর অপূর্ব লাখিয়া পরিচালিত ‘ব্যাটল অফ গালওয়ান’ মুক্তি পেতে চলেছে এই ব্যানারে।
সলমনের আয়ের একটি বড় অংশ আসে টেলিভিশন রিয়্যালিটি শো ‘বিগ বস’ থেকে। তথ্য বলছে, ২০১৯ সালে তিনি প্রতি উইকেন্ডে ১৫ কোটি টাকা নিতেন। ২০২১ সালে তা বেড়ে হয় ২৫ কোটি টাকা, যার ফলে পুরো সিজনে তাঁর আয় ছিল ৩৫০ কোটি। তবে এ বছর ‘বিগ বস ১৯’ কিছুটা ছোট হওয়ায় তাঁর আয় হয়েছে প্রায় ১৫০ কোটি টাকা।
বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট এখন মুম্বইয়ের অন্যতম ল্যান্ডমার্ক, যার বাজারমূল্য প্রায় ১৫০ কোটি টাকা। এ ছাড়াও পানভেলে তাঁর ১৫০ একরের বাগানবাড়িটির দাম প্রায় ৮০ কোটি টাকা। ওরলি এবং কার্টার রোডেও তাঁর সম্পত্তি রয়েছে। বিদেশের মাটিতে দুবাইতেও রয়েছে লাক্সারি অ্যাপার্টমেন্ট।
গাড়ির নেশাও সলমনের প্রবল। তাঁর গ্যারেজে রয়েছে মার্সিডিজ-বেঞ্জ GL, টয়োটা ল্যান্ড ক্রুজার, নিসান পেট্রোল, অডি RS7, বিএমডব্লিউ X6 এবং রেঞ্জ রোভারের মতো দামী গাড়ি। এ ছাড়া আলিববাগে তাঁর একটি নিজস্ব বিলাসবহুল ইয়ট (Yacht) রয়েছে, যার দাম প্রায় ৩ কোটি টাকা।
কার সম্পত্তির পাল্লা কত ভারি?
একাধিক রিপোর্ট অনুযায়ী, সলমন খানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২,৯০০ কোটি টাকা। তবে অবাক করার মতো বিষয় হলো, তিনি বলিউডের ধনীতম তারকা নন।
তালিকার শীর্ষে রয়েছেন শাহরুখ খান (৭,৫০০ কোটি টাকা)।
সলমন পিছিয়ে রয়েছেন হৃতিক রোশনের (৩,১০০ কোটি টাকা) থেকেও।
তবে সলমন টপকে গিয়েছেন অক্ষয় কুমার (২,৫০০ কোটি টাকা) এবং আমির খানকে (১,৯০০ কোটি টাকা)।
দক্ষিণ ভারতের সুপারস্টারদের মধ্যে তিনি অমিতাভ বচ্চন বা চিরঞ্জীবীর চেয়ে এগিয়ে থাকলেও নাগার্জুনার (৩,০০০ কোটি টাকা) চেয়ে সামান্য পিছিয়ে আছেন।
বিস্ময়কর তথ্য হল সলমনের ছায়াসঙ্গী দেহরক্ষী সেরার আয় নিয়েও। জানা গেছে, সেরার বার্ষিক বেতন প্রায় ২ কোটি টাকা। তবে তাঁর নিজস্ব সিকিউরিটি এজেন্সি ‘টাইগার সিকিউরিটি’-র দৌলতে সেরার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা!
