কলকাতা: রাজ্যজুড়ে আজও থাকবে মেঘলা আকাশ। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে আরও কয়েকদিন। দক্ষিণবঙ্গে আজও অবিরাম বর্ষণ (Rain Forecast)। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)।
আগামী স২৪ ঘণ্টা কলকাতার আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওড়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুরে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। আর সেই কারণেই কলকাতা-সহ জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৬.১ মিলিমিটার।
রাজস্থান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখা ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। এর প্রভাবে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন: ‘ছেলেটার কথা ভেবে সেদিন ডিভোর্স দিইনি, আজ তারই ফল…’ লোককে হাসাতে হাসাতে একা ঘরে কাঁদছেন কাঞ্চন!
উত্তরবঙ্গ আজ দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে।