ফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুরু হচ্ছে বৃষ্টি, বাড়বে বুধবার থেকে! আর চলবে কতদিন? দিন স্পষ্ট করল দফতর
মঙ্গলবার অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির কমলা সর্তকতা দার্জিলিং এবং কালিম্পঙে। বুধবার থেকে উত্তরবঙ্গ জুড়েই ভারী বৃষ্টির কমলা সর্তকতা। প্রবল বর্ষণ হবে কোচবিহারে।
কলকাতা: মাঝে মিলেছিল কিছুটা স্বস্তি। কিন্তু আবারও বঙ্গে বর্ষণ-ভোগান্তি (Rain Forecast) ! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office) পূর্বাভাস, বুধবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।
কেন বঙ্গে বৃষ্টি?
উত্তর প্রদেশ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। এই অক্ষরেখা ঝাড়খণ্ড ও ওড়িশার উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গে বৃষ্টি হচ্ছে । ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।
দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি?
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সোমবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। বুধবার থেকে বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে। মৎস্যজীবীদের জন্য কোন সতর্কবার্তা নেই।
আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ।
উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। পাহাড়ি এলাকায় ধস নামার সতর্কতা রয়েছে। বাড়বে নদীর জলস্তর। নীচু এলাকায় প্লাবনের আশঙ্কা। সোমবার অতি ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা দার্জিলিং, কালিম্পঙে।
মঙ্গলবার অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির কমলা সর্তকতা দার্জিলিং এবং কালিম্পঙে। বুধবার থেকে উত্তরবঙ্গ জুড়েই ভারী বৃষ্টির কমলা সর্তকতা। প্রবল বর্ষণ হবে কোচবিহারে। অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং ভারী বৃষ্টির কমলা সর্তকতা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
আরও পড়ুন: ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে একের পর এক ‘তথ্য প্রমাণ লোপাট’, আসরে বিজেপি
বৃহস্পতি ও শুক্রবার অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির কমলা সর্তকতা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শনিবারেও ভারী বৃষ্টির কমলা সর্তকতা দার্জিলিং, কালিম্পং. আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে।