SIR-এ বাংলায় বিপদ বাড়বে তৃণমূলের? বিহারের ফল ঘোষণা হতেই অর্জুন বললেন…

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 14, 2025 | 12:30 PM

বিহারে ফের সরকার গড়ার পথে এনডিএ। বিশেষ নিবিড় সংশোধনের (SIR) পর বিহারে বিধানসভা নির্বাচন হয়েছে। বিহারে নির্বাচনের ফলে কি এসআইআরের প্রভাব পড়েছে? এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং অবশ্য সেই জল্পনা খারিজ করে দিলেন। তাঁর দাবি, বিহারে নীতীশ সরকারের উন্নয়নের নিরিখে ভোট হয়েছে। তাহলে বাংলায় কি এসআইআরের কোনও প্রভাব পড়বে না? অর্জুন বলছেন, বাংলায় এসআইআরের প্রভাব পড়বে। ক্ষতিগ্রস্ত হবে তৃণমূল। তার পিছনে যুক্তিও দিলেন বিজেপি এই নেতা। অনুপ্রবেশ, একজন ভোটারের একাধিক জায়গায় নাম রয়েছে বলে তিনি দাবি করলেন। তারপরই তাঁর দাবি, প্রকৃত ভোটাররা ভোট দিলে বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে।

বিহারে ফের সরকার গড়ার পথে এনডিএ। বিশেষ নিবিড় সংশোধনের (SIR) পর বিহারে বিধানসভা নির্বাচন হয়েছে। বিহারে নির্বাচনের ফলে কি এসআইআরের প্রভাব পড়েছে? এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং অবশ্য সেই জল্পনা খারিজ করে দিলেন। তাঁর দাবি, বিহারে নীতীশ সরকারের উন্নয়নের নিরিখে ভোট হয়েছে। তাহলে বাংলায় কি এসআইআরের কোনও প্রভাব পড়বে না? অর্জুন বলছেন, বাংলায় এসআইআরের প্রভাব পড়বে। ক্ষতিগ্রস্ত হবে তৃণমূল। তার পিছনে যুক্তিও দিলেন বিজেপি এই নেতা। অনুপ্রবেশ, একজন ভোটারের একাধিক জায়গায় নাম রয়েছে বলে তিনি দাবি করলেন। তারপরই তাঁর দাবি, প্রকৃত ভোটাররা ভোট দিলে বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে।