Kaustav Bagchi: মাথা মুড়িয়ে প্রতিবাদ চাকরিপ্রার্থীদের, নিজেকে ‘ভাগ্যবান’ মনে করছেন কৌস্তভ

Kaustav Bagchi: অন্যদিকে এদিন মাথা কামিয়ে অভিনব প্রতিবাদের মধ্যে নতুন করে সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন চাকরিপ্রার্থীরা। মাথা কামাতে কামাতেই মহিলা চাকরিপ্রার্থীর গলায় শোনা গেল হতাশার সুর। বললেন, “আমাদের যন্ত্রণার আজ হাজার তম দিন। সরকার উদাসহীন আমাদের নিয়োগের ব্যাপারে।”

Kaustav Bagchi: মাথা মুড়িয়ে প্রতিবাদ চাকরিপ্রার্থীদের, নিজেকে ‘ভাগ্যবান’ মনে করছেন কৌস্তভ
নতুন করে সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন কৌস্তভImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Dec 09, 2023 | 1:38 PM

কলকাতা: চলছে দীর্ঘ আন্দোলন। রোদ জল মাথায় নিয়ে দিনের পর দিন বসে থেকেছেন রাজপথে। কিন্তু তারপরেও মেলেনি নিয়োগপত্র। এরইমধ্যে এদিন অভিনব প্রতিবাদ করতে দেখা গেল এসএলএসটি চাকরিপ্রার্থীদের। ধর্মতলার ধরনা মঞ্চে মাথা কামিয়ে ন্যাড়া হলেন প্রতিবাদীরা। শুধু পুরুষরা নন, মাথা কামাতে দেখা গেল মহিলা চাকরিপ্রার্থীদেরও। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি। জামিন পেতেই বাংলার শাসককে স্বৈরাচারী আখ্যা দিয়ে মাথা কামিয়ে ফেলেছিলেন কৌস্তভ। এবার তাঁরই দেখানো রাস্তায় চাকরিপ্রার্থীরা হাঁটায় খুশি কৌস্তভও।

এ প্রসঙ্গে বলতে গিয়ে কৌস্তভ বলছেন, “এদের সঙ্গে তো কম দমনপীড়ন হয়নি। কতবার পুলিশ টেনে হিচড়ে নিয়ে গিয়েছে, মারধর হয়েছে, তারপরেও ওরা দাঁতে দাঁত চেপে আন্দোলন করছে। প্রতিবাদ স্বরূপ মাথা কামিয়েছে। ওরা ওদের মতো করেছে। কিন্তু, আমার প্রতিবাদের ভাষা যদি কোনওভাবে ওদের অনুপ্রাণিত করে থাকে তাহলে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করব।”

অন্যদিকে এদিন মাথা কামিয়ে অভিনব প্রতিবাদের মধ্য়ে নতুন করে সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন চাকরিপ্রার্থীরা। মাথা কামাতে কামাতেই মহিলা চাকরিপ্রার্থীর গলায় শোনা গেল হতাশার সুর। বললেন,  “আমাদের যন্ত্রণার আজ হাজার তম দিন। সরকার উদাসহীন আমাদের নিয়োগের ব্যাপারে। এর প্রতিবাদ জানাই। একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে সুর চড়িয়ে আর এক চাকরিপ্রার্থী বলছেন, “মাননীয় আপানার রাজ্যে এটা কাম্য নয়। আমাদের চুল এভাবে বিসর্জন করতে হবে? আর কী করতে হবে আমাদের?”

এদিন দুপুরেই আন্দোলন মঞ্চে আসছেন কৌস্তভ। তার আগে ফের একবার মমতার বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, “মুখ্যমন্ত্রীর একমাত্র নামের মধ্যে মমতা আছে। শরীরে মমতার লেশ মাত্র নেই। থাকলে ছেলেগুলোর কথা ভাবতো। আন্দোলন করে জোরপূর্বকই বিষয়টা করতে হবে। কারণ সরকারকে বলে কোনও লাভ নেই। বেহায়ারও লজ্জা থাকে। এই সরকারের নেই।”