Dilip Ghosh: ‘বিজেপি মানেই চমক’, দলবদলের জল্পনায় ঘি ঢাললেন দিলীপ

Dilip Ghosh: একুশে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ রয়েছে। তৃণমূলে যাবেন কি না, তা নিয়ে খোলসা কিছু করলেন না দিলীপ। হেঁয়ালি রেখেই জবাব দিলেন।

Dilip Ghosh: বিজেপি মানেই চমক, দলবদলের জল্পনায় ঘি ঢাললেন দিলীপ
দিলীপ ঘোষ।Image Credit source: PTI

Jul 06, 2025 | 10:58 PM

কলকাতা: তাঁকে ঘিরে জল্পনা কমছে না। বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছে কি না, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। আবার তৃণমূলের শহিদ দিবস পালনের দিন যত এগিয়ে আসছে, ততই তাঁর তৃণমূলে যোগদানের সম্ভাবনা নিয়ে জল্পনা বাড়ছে। সত্যিই কি তৃণমূলে যাচ্ছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ? রবিবারও প্রশ্নের মুখে পড়তে হল তাঁকে। কী বললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি?

একুশে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ রয়েছে। তৃণমূলে যাবেন কি না, তা নিয়ে খোলসা কিছু করলেন না দিলীপ। হেঁয়ালি রেখেই জবাব দিলেন। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বলেন, “একুশে জুলাই একটা মঞ্চ হবে নাকি। অনেক মঞ্চ হবে। বিজেপিরও মঞ্চ হবে।” তাঁকে কি তৃণমূলের মঞ্চে দেখা যাবে? সরাসরি প্রশ্নে তাঁর জবাব, “দেখা যাক। অপেক্ষা করুন। বিজেপি মানেই চমক।”

গত ৩০ এপ্রিল জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন দিঘায় সস্ত্রীক গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খোশমেজাজে দেখা গিয়েছিল দিলীপকে। বিষয়টিকে যে তাঁরা ভালভাবে নেননি, রাজ্য বিজেপি নেতৃত্ব বুঝিয়ে দিয়েছিল। তারপর থেকেই বিজেপির কোনও কর্মসূচিতে কার্যত দেখা যায়নি দিলীপকে। এমনকি, রাজ্য বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্যের সংবর্ধনা অনুষ্ঠানেও তিনি ছিলেন না। তারপরই তাঁর তৃণমূলে যাওয়া নিয়ে জল্পনা বেড়েছে।

তবে গতকাল দিলীপের দলবদল নিয়ে প্রশ্নের জবাবে শমীক বলেছিলেন, “দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন, আছেন এবং থাকবেন। দিলীপ ঘোষকে নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার দল নেবে। দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর কথা, সেখানে তিনি যাবেন। দিলীপ ঘোষ কোনও সেলেবেল কমোডিটি নয়।” এখানেই না থেমে তিনি বলেন, “দিলীপ ঘোষ অন্য কোথাও যাবেন না। যেতে পারবেন না।

দিলীপের এই দলবদলের জল্পনা নিয়ে এদিন কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, “দিলীপ ঘোষ এতবড় একজন রাজনীতিবিদ। তিনি কোথায় যাবেন, সেটা তাঁর নিজের ব্যাপার। তাঁর দল তো থাকবেই, তিনি থাকুন। এটা নিয়ে আমাদের বিন্দুমাত্র কৌতুহল নেই।” রাজ্য রাজনীতিতে দিলীপের পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা অবশ্য কমছে না। রাজ্য বিজেপির সভাপতি একথা বললেও দিলীপ কেন অন্য দলে না যাওয়ার কথা সরাসরি বললেন না? জল্পনা আরও বাড়ল।