Election Commission: কুণালের ‘কারচুপির’ অভিযোগে শোরগোল, ‘সার্ভার ডাউনেই সমস্যা’, বিতর্কের মধ্যে বলছে কমিশন

2002 Voter List: কুণাল বিষয়টিকে সাইলেন্ট ইনভিজিবেল রিগিং বলে কটাক্ষ করে বলছেন, “যাঁদের কাছে ২০০২ এর ভোটার লিস্টের হার্ড কপি ছিল তাঁরা বিষয়টা ধরে ফেলছেন।” এই বিতর্কের মধ্যেই এবার উত্তর দিল নির্বাচন কমিশন।

Election Commission: কুণালের ‘কারচুপির’ অভিযোগে শোরগোল, ‘সার্ভার ডাউনেই সমস্যা’, বিতর্কের মধ্যে বলছে কমিশন
বিতর্কের মধ্যে কী বলছে নির্বাচন কমিশন? Image Credit source: Social Media

| Edited By: জয়দীপ দাস

Oct 30, 2025 | 10:40 PM

কলকাতা: চুপিচুপি কারচুপি চলছে। ২০০২-এর ভোটার লিস্ট বলে যেটা নির্বাচন কমিশন আপলোড করেছে তাতে আচমকা নাম অদৃশ্য হয়ে যাচ্ছে। এক্কেবারে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল। নানা মহল থেকে উঠে আসছে নানা মত। এদিন সাংবাদিক বৈঠকে কোচবিহারের কিছু বুথের তথ্য তুলে ধরেন কুণাল। অন্যদিকে জেলার তৃণমূল নেতৃত্বও সাংবাদিক বৈঠক করে কমিশনের আপলোড করা ২০০২ সালের ভোটার লিস্ট থেকে ভোটারদের নাম বাদ যাওয়া নিয়ে সাংবাদিক বৈঠকে করে ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে কুণাল বিষয়টিকে সাইলেন্ট ইনভিজিবেল রিগিং বলে কটাক্ষ করে বলছেন, “যাঁদের কাছে ২০০২ এর ভোটার লিস্টের হার্ড কপি ছিল তাঁরা বিষয়টা ধরে ফেলছেন।” এই বিতর্কের মধ্যেই এবার উত্তর দিল নির্বাচন কমিশন। 

সূত্রের খবর, কুণাল ঘোষের অভিযোগ সংশ্লিষ্ট জেলার জেলাশাসককে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। তবে কমিশন সূত্রে খবর ওয়েবসাইটের সার্ভারে কিছু সমস্যা রয়েছে তাই লিস্ট দেখার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এসআইআর শুরু হলে সেই সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে। SIR ঘোষণা হওয়ার পর সার্ভারে ভিড় বাড়ায় তা ডাউন হয়েছে। বর্তমানে আপডেট করার কাজ চলছে। 

অন্যদিকে বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন, “যে কোনও কাজ করতে গেলে ক্রটিগত সমস্যা আসতে পারে। তাই তা নির্বাচন কমিশনকে জানাতে হবে। তার জন্য প্রত্যেক পদে পদে আলাদা ব্যবস্থা রাখা আছে। অভিযোগ থাকলে তৃণমূল কংগ্রেসকে তো আগে সেটা কমিশনকে জানাতে হবে। নির্বাচন কমিশনই তার উত্তর দেবে।”