Rain Forecast: দোলে বৃষ্টি হবে? শেষবেলায় আবহাওয়া দফতর কী জানিয়ে দিল দেখে নিন
Rain Forecast: আবহাওয়া দফতর বলছে, দোলের দিন শুক্রবার কলকাতার তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁয়ে ফেলতে পারে। কিছু কিছু জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পেরিয়ে যেতে পারে।

কলকাতা: ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ধীরে ধীরে শুরু হয়ে গিয়েছিল হাওয়া বদল। মার্চের শুরু থেকেই কলকাতা থেকে পশ্চিমাঞ্চল, সর্বত্র দেখা যাচ্ছে গরমের দাপট। দোলের মধ্যেই পারদ প্রায় ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এমনটাই বলছে আবহাওয়া দফতর। তবে আপাতত আকাশ মোটের উপর পরিষ্কার থাকছে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণঙ্গ না ভিজলেও বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের কিছু জেলাতে বৃষ্টির ছবি দেখা যেতে পারে।
আবহাওয়া দফতর বলছে, দোলের দিন শুক্রবার কলকাতার তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁয়ে ফেলতে পারে। কিছু কিছু জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পেরিয়ে যেতে পারে। আগামী চার থেকে পাঁচ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪০ থেকে ৯৪ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছিল। আগামী কয়েকদিনেও আর্দ্রতার ওঠানামা মোটের উপর একই থাকতে পারে বলে মনে করা হচ্ছে।





