কলকাতা: সাইক্লোন ‘দানা’ দূরত্ব সাগরদ্বীপ থেকে আর মাত্র কয়েকশ মিটার। যে গতিতে ঝড় আসার সম্ভাবনা রয়েছে, তাতে উপকূলবর্তী অঞ্চলে প্রভাব পড়বে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে। একাধিক জেলায় স্কুল, কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ থাকবে বহু প্রতিষ্ঠান। তবে অনেককেই কর্মক্ষেত্রে যেতে হবে দুর্যোগের মধ্যেও। তাই কখন শেষ লোকাল ট্রেন ছাড়বে, তা জেনে রাখা জরুরি।
রেলের ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৮টার পর থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বেশিরভাগ লোকাল ট্রেন বাতিল থাকছে। শিয়ালদহ সাউথ সেকশনে কোন লাইনে, শেষ ট্রেন কখন ছাড়বে, রইল সেই তালিকা।
শিয়ালদহ-নামখানা রুটের শেষ ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে।
নামখানা-শিয়ালদহ রুটের শেষ ট্রেনটি ছাড়বে বিকেল ৫টা ৩৫ মিনিটে।
শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর যাওয়ার শেষ ট্রেন ছাড়বে সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে।
লক্ষ্মীকান্তপুর থেকে শিয়ালদহের দিকে যাওয়ার শেষ ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬টা ৪০মিনিটে।
শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবার যেতে হলে শেষ ট্রেন পাওয়া যাবে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে।
ডায়মন্ড হারবার থেকে শিয়ালদহ পৌঁছনোর শেষ ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬টা ৩২মিনিটে।
শিয়ালদহ থেকে ক্যানিং যেতে হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শেষ ট্রেন মিলবে।
ক্যানিং থেকে শিয়ালদহ যাওয়ার শেষ ট্রেন থাকছে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে
শিয়ালদহ থেকে বারুইপুর যাওয়ার শেষ ট্রেন মিলবে রাত ৮টায়।
বারুইপুর থেকে শিয়ালদহ যেতে হলে রাত ৮টা ২৫ মিনিটে শেষ ট্রেন পাওয়া যাবে।
শিয়ালদহ থেকে বজবজ যাওয়ার শেষ ট্রেন বালিগঞ্জ স্টেশন থেকে ছাড়বে রাত ৮টায়।
বজবজ থেকে শিয়ালদহ যাওয়ার শেষ লোকাল ট্রেনের সময় হল রাত ৮টা ৫৩।
শিয়ালদহ থেকে সোনারপুর যাওয়ার শেষ ট্রেন সন্ধ্যা সাড়ে ৬টায়।
সোনারপুর থেকে শিয়ালদহের দিকে শেষ ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে।
শিয়ালদহ থেকে হাসনাবাদ যেতে হলে শেষ ট্রেন পাওয়া যাবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
হাসনাবাদ থেকে শিয়ালদহ যাওয়ার শেষ ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে।