
উত্তাল রাজ্য, ফুঁসছে গোটা দেশ। দিন যত যাচ্ছে ততই জোরাল হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবি। হয়েছে নবান্ন অভিযান। বিজেপি ডেকেছে বনধ। রাস্তায় রয়েছে বামেরাও। এমনকী ‘বিদ্রোহী’ হয়ে উঠেছেন একের পর এক তৃণমূল নেতাও। পুলিশের হাত থেকে তদন্তভার গিয়েছে সিবিআইয়ের কাছে। জল গড়িয়েছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে। সোজা কথায়, আরজি কর কাণ্ড সামনে আসতেই এক এক করে স্বাস্থ্য ক্ষেত্রের অস্বাস্থ্যের ছবিটা সামনে আসছে। সন্দীপ ঘোষের অবাধ বিচরণ ক্ষেত্রে উঠেছে পাহাড়-প্রমাণ দুর্নীতির অভিযোগ। তারও তদন্ত শুরু করেছে সিবিআই। আরজি করের প্রাক্তন ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট (নন মেডিকেল) আখতার আলির অভিযোগের ভিত্তিতেই হাইকোর্টের নির্দেশে দুর্নীতির তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই আবহে বারবার উঠেছে একশ্রেণির ডাক্তারদের ‘দাদাগিরির’ অভিযোগ। অভিযোগ, তাঁরা যেভাবে ছড়ি ঘোরান সেই ভাবেই চলেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। প্রভাব এতটাই যে তাঁদের নির্দেশ বিনা নেওয়া যায় না বড়সড় কোনও সিদ্ধান্ত। অভিযোগ উঠেছে লাগাতার। পরিচিতি ‘উত্তরবঙ্গ লবি’ নামেই। স্বাস্থ্য দফতরে পোস্টিং থেকে সিদ্ধান্ত নিয়ন্ত্রণ, সব নাকি করে এই প্রভাবশালী লবির দাপুটে ডাক্তাররা। তাঁদের...