North Bengal Lobby: উত্তরবঙ্গ লবি: নাম তো সুনাহি হোগা

North Bengal Lobby: তিলোত্তমা কাণ্ডের পর বিরোধীদের পাশাপাশি মুখ খুলছেন চিকিৎসকেরাও। ৯ অগস্ট ঘটনার দিন থেকেই উত্তরবঙ্গ লবির সঙ্গে সম্পর্কিত কিছু নাম ঘোরাফেরা করতে থাকে। সেই নাম গুলি নিয়েই সরব হয়েছে চিকিৎসক সংগঠনগুলি। স্পষ্ট অভিযোগ করেছেন আইএম‌এ বেঙ্গলের চিকিৎসক নেতা সৌরভ দত্ত। ৯ অগস্ট মহিলা চিকিৎসকের হত্যার কয়েক ঘণ্টা পর কেন সেখানে উত্তরবঙ্গের প্রভাবশালী চিকিৎসক সুশান্ত রায়কে দেখা গিয়েছিল? প্রশ্ন তুলছেন তিনি।

North Bengal Lobby: উত্তরবঙ্গ লবি: নাম তো সুনাহি হোগা
জোরদার চাপানউতোর চিকিৎসকদের মধ্যে Image Credit source: TV 9 Bangla

Aug 27, 2024 | 8:51 PM

উত্তাল রাজ্য, ফুঁসছে গোটা দেশ। দিন যত যাচ্ছে ততই জোরাল হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবি। হয়েছে নবান্ন অভিযান। বিজেপি ডেকেছে বনধ। রাস্তায় রয়েছে বামেরাও। এমনকী ‘বিদ্রোহী’ হয়ে উঠেছেন একের পর এক তৃণমূল নেতাও। পুলিশের হাত থেকে তদন্তভার গিয়েছে সিবিআইয়ের কাছে। জল গড়িয়েছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে। সোজা কথায়, আরজি কর কাণ্ড সামনে আসতেই এক এক করে স্বাস্থ্য ক্ষেত্রের অস্বাস্থ্যের ছবিটা সামনে আসছে। সন্দীপ ঘোষের অবাধ বিচরণ ক্ষেত্রে উঠেছে পাহাড়-প্রমাণ দুর্নীতির অভিযোগ। তারও তদন্ত শুরু করেছে সিবিআই। আরজি করের প্রাক্তন ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট (নন মেডিকেল) আখতার আলির অভিযোগের ভিত্তিতেই হাইকোর্টের নির্দেশে দুর্নীতির তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই আবহে বারবার উঠেছে একশ্রেণির ডাক্তারদের ‘দাদাগিরির’ অভিযোগ। অভিযোগ, তাঁরা যেভাবে ছড়ি ঘোরান সেই ভাবেই চলেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। প্রভাব এতটাই যে তাঁদের নির্দেশ বিনা নেওয়া যায় না বড়সড় কোনও সিদ্ধান্ত।  অভিযোগ উঠেছে লাগাতার। পরিচিতি ‘উত্তরবঙ্গ লবি’ নামেই। স্বাস্থ্য দফতরে পোস্টিং থেকে সিদ্ধান্ত নিয়ন্ত্রণ, সব নাকি করে এই প্রভাবশালী লবির দাপুটে ডাক্তাররা। তাঁদের...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন