RG Kar Protest: রাতের দখল নিচ্ছে মেয়েরা, নিরাপত্তার স্বার্থে কী কী ব্যবস্থা নিচ্ছে পুলিশ, জরুরি বৈঠকে ডিজি

Deeksha Bhuiyan | Edited By: জয়দীপ দাস

Aug 14, 2024 | 4:56 PM

RG Kar Protest: কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও কর্মসূচি পালন হবে। প্রশাসনিক সূত্রের খবর, তাই সারা রাত এই কর্মসূচিতে পুলিশি ব্যবস্থা জোরদার করা হচ্ছে। বিশেষ করে পর্যাপ্ত মহিলা পুলিশ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

RG Kar Protest: রাতের দখল নিচ্ছে মেয়েরা, নিরাপত্তার স্বার্থে কী কী ব্যবস্থা নিচ্ছে পুলিশ, জরুরি বৈঠকে ডিজি
প্রতীকী ছবি
Image Credit source: Meta AI

Follow Us

কলকাতা: আরজি কর ইস্যুতে ক্ষোভে ফুঁসছে গোটা রাজ্য। প্রতিবাদের ঢেউ দেশের কোণায় কোণায়। এরইমধ্যে স্বাধীনতা দিবসের রাতে অভিনব প্রতিবাদে নামছেন মহিলারা। রাত জাগবেন মহিলারা। ডাক দেওয়া হয়েছে রাত দখলের। রাজ্যের নানা জায়গায় মধ্যরাতে দেওয়া হয়েছে জমায়েতের ডাক। সোশ্যাল মিডিয়ায় চলছে জোর প্রচার। রাত ১১টা থেকে শুরু হচ্ছে জমায়েত। কলকাতাতেও নানা জায়গায় জমায়েতের ডাক দেওয়া হয়েছে। তার আগে জেলার পুলিশ সুপার, কমিশনারেটের কমিশনারদের নিয়ে দুপুরে বৈঠক করেন ডিজি।

কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও কর্মসূচি পালন হবে। প্রশাসনিক সূত্রের খবর, তাই সারা রাত এই কর্মসূচিতে পুলিশি ব্যবস্থা জোরদার করা হচ্ছে। বিশেষ করে পর্যাপ্ত মহিলা পুলিশ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। এ দিকে আর জি করের আন্দোলনের পাশাপাশি মাঝরাতে স্বাধীনতা দিবসও পালন করবে শাসক দলের কর্মী-সমর্থকেরা। ফলে কোনও রকম অসুবিধা যাতে না হয় তার জন্য পর্যাপ্ত বাহিনী মোতাযেনেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

প্রসঙ্গত, রাতের আন্দোলনের কথা মাথায় রেখে এদিনই আবার রাতে স্পেশ্যাল মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো। রাত ১০ টা ৪০ মিনিটে কবি সুভাষ ও দমদম থেকে ছাড়বে দু’টি ট্রেন। আর একটি ছাড়বে ১০ টা ২০ মিনিটে। জানিয়েছেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই আরজি কর কাণ্ডের তদন্তভার কলকাতা পুলিশের থেকে চলে গিয়েছে সিবিআইয়ের কাছে। শহরে এসে গিয়েছে সিবিআইয়ের বিশেষ টিম। 

Next Article