Md Selim: ব্রিগেড থেকে সংখ্যালঘুদের কী বার্তা দিলেন সেলিম?
Md Selim: এ দিন সেলিম অভিযোগ করেন, যে সকল মুসলমানরা তৃণমূল কংগ্রেসের পতাকা ধরেছেন তাঁরা ইনসাফের জন্য যাননি। তাঁদের লেঠেল বাহিনী সাজানো হয়েছে। তিনি আরও বলেন, নাগপুরের ব্লু প্রিন্ট অনুযায়ী বাঙালিকে বাংলাদেশি সাজানো হয়েছে।
কলকাতা: ভাষা-ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতপাতের রাজনীতির উর্ধে উঠতে হবে। রবিবারের ব্রিগেড থেকে এই বার্তা বারে বারে দিয়ে এসেছেন বাম নেতৃত্ব। তা সে মীনাক্ষী মুখোপাধ্যায় হোক বা প্রবীণ বাম নেতা মহম্মদ সেলিম হন! ধর্মনিরপেক্ষ রাজনীতির বার্তা এ দিনের শুরু থেকেই দিয়ে এসেছেন তাঁরা। আজ ব্রিগেডের মেগা মঞ্চ থেকে সংখ্য়ালঘুদের উদ্দেশ্যে আরও একবার সেই বার্তাই দিলেন সেলিম।
এ দিন সেলিম অভিযোগ করেন, যে সকল মুসলমানরা তৃণমূল কংগ্রেসের পতাকা ধরেছেন তাঁরা ইনসাফের জন্য যাননি। তাঁদের লেঠেল বাহিনী সাজানো হয়েছে। তিনি আরও বলেন, নাগপুরের ব্লু প্রিন্ট অনুযায়ী বাঙালিকে বাংলাদেশি সাজানো হয়েছে।
এখানেই শেষ নয়। সিপিএম নেতা এও বলেছেন, “এ রাজ্যে বুলডোজ়ারের রাজনীতি চলবে না। বাংলাকে অসম, মণিপুর হতে দেব না। উত্তরপ্রদেশ হতে দেব না। বুলডোজ়ারের সামনে দাঁড়ায় বামপন্থী বৃন্দা কারাত। কোনও মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াতে পারেন না।” একইসঙ্গে বলেছেন, এই লড়াইয়ে জাতপাত, ধর্মের বিষয় নেই।