Amit Shah Meeting: থাকবেন না মমতা, শাহের বৈঠকে কোন কোন ইস্যু তুলে ধরবে রাজ্য

Amit Shah meeting: নীতি আয়োগের একটি প্রতিবেদনে বিহারের মানচিত্রকে পশ্চিমবঙ্গ হিসেবে দেখানোর বড় ভুলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন পরিস্থিতিতে, রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে এই বৈঠকটি অত্যন্ত সংবেদনশীল বলেই মনে করা হচ্ছে।

Amit Shah Meeting: থাকবেন না মমতা, শাহের বৈঠকে কোন কোন ইস্যু তুলে ধরবে রাজ্য
অমিত শাহImage Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 09, 2025 | 11:43 PM

কলকাতা: বৃহস্পতিবার রাঁচিতে ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক। রাজ্যের তরফে উপস্থিত থাকবেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে যে বৈঠক হতে চলেছে, সেখানে থাকবেন রাজ্যের মুখ‍্যসচিব ও অর্থসচিবও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে অন্য কর্মসূচি থাকায় যেতে পারবেন না বলেই প্রশাসনিক সূত্রের খবর। তবে শাহের বৈঠকে রাজ্যের তরফে কী কী বলা হবে, তা ঠিক হয়েছে বলেই সূত্রের খবর।

আলোচনার সম্ভাব্য বিষয়গুলির মধ্যে থাকতে পারে সীমান্ত এলাকার উন্নয়ন ও নিরাপত্তা, আন্তঃরাজ্য আইনশৃঙ্খলা এবং মাওবাদীদের উপর নিয়ন্ত্রণের বিষয়। এছাড়াও রাজ্যগুলির মধ্যে জল নিয়ে সমস্যা, নদী নিয়ে ব্যবস্থাপনা, মানব পাচারের মতো ইস্যুগুলিকেও তুলে ধরা হতে পারে বলে সূত্রের খবর।

এই বৈঠকটি এমন একটি সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে সম্পর্ক অনেক বিষয় নিয়েই তিক্ত। সম্প্রতি, নীতি আয়োগের একটি প্রতিবেদনে বিহারের মানচিত্রকে পশ্চিমবঙ্গ হিসেবে দেখানোর বড় ভুলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন পরিস্থিতিতে, রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে এই বৈঠকটি অত্যন্ত সংবেদনশীল বলেই মনে করা হচ্ছে।

পশ্চিমবঙ্গের তরফ থেকে বকেয়া টাকার বিষয়টি আবারও উত্থাপন করা হতে পারে বলেও অনুমান করা হচ্ছে। বৈঠকে থাকছে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং ছত্তিশগড়।