AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anubrata Mondal: করোনাই কি হতে পারে কেষ্টর কবচ কুণ্ডল? কেন?

Anubrata Mondal: পুলিশের কাছে মেডিক্যাল সার্টিফিকেট জমা দিয়েছেন কেষ্ট। যেখানে অনুব্রতকে পাঁচ দিন বেড রেস্টে থাকার কথা বলা হয়েছে। পুলিশের কাছে জমা দেওয়া মেডিক্যাল সার্টিফিকেটে লেখা রয়েছে, অনুব্রতর শুকনো কাশি হয়েছে। সঙ্গে জ্বর, সর্দি, ফুসফুসে সংক্রমণ, শ্বাসকষ্টের কথাও উল্লেখ করা হয়েছে। চিকিৎসকদের মতে, যা মোটামুটি করোনারই উপসর্গ।

Anubrata Mondal: করোনাই কি হতে পারে কেষ্টর কবচ কুণ্ডল? কেন?
ফাইল ছবিImage Credit: X
| Updated on: Jun 03, 2025 | 2:34 PM
Share

কলকাতা: চিকিৎসক তাঁকে ‘বেড রেস্টে’ থাকতে বলেছেন। দ্বিতীয়বার পুলিশি তলব পাওয়ার পর আইনজীবী পাঠিয়ে জানিয়েছিলেন তিনি। জমা দিয়েছিলেন মেডিক্যাল সার্টিফিকেট। এবার কি করোনা আক্রান্ত হলেন বীরভূমের ‘বাঘ’ অনুব্রত মণ্ডল? মঙ্গলবার তাঁর করোনা পরীক্ষার সম্ভাবনা রয়েছে। অনুব্রতর করোনা রিপোর্ট পজিটিভ এলে পুলিশের পদক্ষেপ কয়েকদিনের জন্য থমকে যাবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

কয়েকদিন আগে বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে অনুব্রতর বিরুদ্ধে। ভাইরাল হয় অডিয়ো ক্লিপ। সেই অডিয়ো ক্লিপ ঘিরে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়। কেষ্টকে কড়া বার্তা দেয় তাঁর দল তৃণমূল। এরপর পুলিশের কাছে দুঃখপ্রকাশ করেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ এই তৃণমূল নেতা। তবে পুলিশের তরফে FIR দায়ের হয়েছে। তাতে জামিন অযোগ্য ধারাও রয়েছে।

এরপরই অনুব্রতকে ২ বার ডেকে পাঠায় পুলিশ। ২ বারই নিজে না এসে আইনজীবীদের পাঠান কেষ্ট। দ্বিতীয়বার মেডিক্যাল সার্টিফিকেটও জমা দেন। যেখানে অনুব্রতকে পাঁচ দিন বেড রেস্টে থাকার কথা বলা হয়েছে। পুলিশের কাছে জমা দেওয়া মেডিক্যাল সার্টিফিকেটে লেখা রয়েছে, অনুব্রতর শুকনো কাশি হয়েছে। সঙ্গে জ্বর, সর্দি, ফুসফুসে সংক্রমণ, শ্বাসকষ্টের কথাও উল্লেখ করা হয়েছে। চিকিৎসকদের মতে, যা মোটামুটি করোনারই উপসর্গ। বর্তমানে ফের করোনা মাথাচাড়া দিচ্ছে। এই পরিস্থিতিতে এদিনই অনুব্রতর করোনা পরীক্ষার সম্ভাবনা রয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

করোনা রিপোর্ট পজিটিভ এলে কী হবে? চিকিৎসকরা বলছেন, আগে করোনা পজিটিভ রোগীদের ১৪ দিন নিভৃতবাসে থাকতে হত। এখন সেটা পাঁচদিন থাকলেই চলে। অর্থাৎ করোনা রিপোর্ট পজিটিভ এলে অনুব্রতকে পাঁচদিন নিভৃতবাসে থাকতে হবে।

পরপর ২ বার পুলিশি তলবে অনুব্রতর সশরীরে না দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে। বিরোধীরা প্রশ্ন তুলছেন, দাপুটে শাসক নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ না করে তাঁকে আদালতে আগাম জামিনের আবেদন জানানোর সুযোগ পুলিশই করে দিচ্ছে কি না। কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি পুলিশ কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আমার ধারণা, তাঁকে আদালতে গিয়ে আগাম জামিন নেওয়ার সুযোগ করে দেওয়া হল।” এখন করোনা পজিটিভ হলে পাঁচদিন নিভৃতবাসে থাকতে হবে অনুব্রতকে। এই সময়ের মধ্যে তাঁকে তলবও করা যাবে না। তার মধ্যে আইনজীবীর মাধ্যমে আদালতে আগাম জামিনের আবেদন জানানোরও সুযোগ রয়েছে অনুব্রতর। কেউ কেউ বলছেন, করোনা কি কেষ্টর কবচ কুণ্ডল হয়ে উঠবে?