
কলকাতা: বাংলায় বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে। কিন্তু, নতুন রাজ্য সভাপতি নির্বাচনের পর কয়েকমাস কেটে গেলেও এখনও রাজ্য কমিটি গঠন করতে পারল না বিজেপি। কেন রাজ্য কমিটি গঠন করা যাচ্ছে না? প্রশ্ন উঠছে। আর সেই প্রশ্নের জবাব খুঁজতে গিয়েই একাধিক কারণ উঠে আসছে। কী কী সেই কারণ? কোথায় জট?
বিজেপির রাজ্য কমিটিতে ৩১ জন পদাধিকারীকে রাখতে হবে। এমন ৩১ জন ওই কমিটিতে থাকবেন, যাঁরা শুধুমাত্র সাংগঠনিক কাজ করবেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। এখানেই সমস্যা। নেতারা ভোটে লড়তে চাইছেন। সেজন্য রাজ্য কমিটিতে জায়গা পাওয়া নিয়ে তাঁদের উৎসাহ কম। আবার বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল চাইছেন, যাঁরা সংগঠনের দায়িত্ব সামলাবেন, তাঁরা আর ভোটে লড়বেন না।
সুনীল বনশলের যুক্তি, সংগঠনের প্রচুর কাজ থাকে। একজন প্রার্থীর পক্ষে সেই কাজ সামলে আবার নিজের এলাকায় সময় দেওয়া সম্ভব হবে না। রাজনীতির কারবারিরা বলছেন, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে, শুধুমাত্র বিরোধী দলের সংগঠনের কাজ করে যাবেন কিন্তু ভোটে লড়বেন না, এমন নিষ্ঠাবান নেতা-কর্মীর সংখ্যা খুবই কম। সেই কারণেই সমস্যা হচ্ছে।
এই পরিস্থিতিতে কিছু ব্যতিক্রম সিদ্ধান্ত নিয়ে বিজেপি নেতৃত্ব রফাসূত্র খুঁজছেন বলে সূত্রের খবর। নবীন ও প্রবীণের মিশেলে কমিটি করা হবে। পুরনো নেতা-কর্মীদের আবার সামনের সারিতে নিয়ে আসার ভাবনা রয়েছে পদ্ম শিবিরের। নানা ফর্মুলা কাজে লাগিয়ে এখন রাজ্য কমিটি ঘোষণা করে দেওয়াই তাঁদের লক্ষ্য। বিজেপি নেতৃত্বের দাবি, অতি দ্রুত রাজ্য কমিটি গঠন করা হবে। এখন দেখার, কত দ্রুত সেই রফাসূত্র খুঁজে কমিটি ঘোষণা করতে পারেন বঙ্গ বিজেপি নেতৃত্ব।